বয়স যেন বাড়ার বদলে কমছে! ডিপ নেক ড্রেসে আবার ভাইরাল মালাইকা আরোরা


সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে এবং বার্ধক্যের ছাপ পড়ে চোখে মুখে, এটাই দস্তুর। কিন্তু বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ক্ষেত্রে সবটা যেন উল্টো। যত দিন যাচ্ছে ততই বয়স যেন বাড়ার বদলে কমছে। আরবাজ খানের সাথে বিচ্ছেদের পর থেকেই মালাইকা কে নিয়ে বলিউডে গুঞ্জন বেড়ে গেছে কারণ আরবাজের পরেই তিনি সম্পর্কে জড়িয়েছেন বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন কাপুরের সাথে।

- Advertisement -

চলতি বছরের শেষেই অর্জুন এবং মালাইকা বিয়ের পিঁড়িতে বসতে পারেন বলে খবর। কবে বিয়ে করবেন তারা? এই প্রশ্ন রয়েছে ফ্যানদের মনেও। এখন অবশ্য পর্দায় বড় একটা দেখা যায়না মালাইকাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি বরাবরের মতই সক্রিয়।

১৫ মিলিয়নেরও বেশি মানুষ ফলো করে থাকেন অভিনেত্রীকে এবং নিজের ফ্যানদের উদ্দেশ্যে মাঝেমধ্যেই নানারকম ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন মালাইকা এবং সেগুলি খুব সহজেই ভাইরাল হয়ে যায়। নিয়মিত যোগ ব্যায়াম এবং জিম করে নিজেকে বেশ ফিট রেখেছেন মালাইকা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি যেখানে ডিপ নেক ট্রান্সপারেন্ট পোশাকে ধরা দিলেন মালাইকা অরোরা। এর পরেই ভক্তদের মধ্যে ঘুরতে শুরু করেছে এই ছবি। পঞ্চাশের কোটায় পৌঁছেও এভাবে নিজের যৌবনকে ধরে রেখেছেন মালাইকা যা সত্যি সত্যিই প্রশংসার দাবি রাখে।

আপনার জন্য রইলো সেই ফটোগ্যালারি:

কিছুদিন আগেই বিকিনিতে নিজের ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী, তখনও তিনি সোশ্যাল মিডিয়ায় মানুষের প্রশংসা কুড়িয়েছিলেন। বয়স যে শুধুই একটি সংখ্যা মাত্র তা বলেন অনেকেই কিন্তু, মালাইকা তা প্রমাণ করে দেখিয়েছেন।

আরোও পড়ুন :