ফেসবুক থেকে ৭ লক্ষ টাকা পেলেন এই ব্যক্তি, আপনিও পেতে পারেন এই পদ্ধতিতে

Image Source : Google

কথায় বলে মানুষ মাত্রেই ভুল হয়। কিন্তু শুধু মানুষ নয়, বড় বড় সফটওয়্যার প্রোগ্রামিংএ ও কিছু ভুলভ্রান্তি থেকেই যায়। এই যেমন ফেসবুক, ইন্সট্রাগ্রামের কথাই ধরুন না। মাঝে মধ্যেই বেশ কিছু ভুলভ্রান্তি দেখা যায় এগুলির প্রোগ্রামিং এ। সাথে সাথে ঠিকও হয়ে যায় কিন্তু কিছু সময়ের জন্য থমকে যায় সবকিছু। সাথে সাথে মাথায় হাত পড়ে যায় নেটিজেনদের। তবে এরকম ভুল যাতে না হয় সেইজন্যেও কিছু মানুষ কাজ করে চলেছে স্বাধীনভাবে। তবে ফেসবুক সেই কাজের পুরস্কার স্বরূপ ভালো টাকাও দেয় সেই ব্যক্তিকে।

- Advertisement -

এই যেমন ভারতের লক্ষণ মুথাইয়া চেন্নাইয়ের সিকিউরিটি রিসার্চার। সম্প্রতি সে ইন্সট্রাগ্রামের সিকিউরিটি প্রোগ্রামিং এ কিছু ভুল ধরিয়ে দেওয়ার জন্য ফেসবুক তাকে ৩০ হাজার মার্কিন ডলার এবং পরের বার ১০ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা টাকা পুরস্কার দিয়েছে। ইনস্টাগ্রামের ‘ইনসাফিসিয়েন্ট প্রটেকশন অন আ রিকভারি এন্ডপয়েন্ট’ এ যে ভুলটি সে শুধরে দিয়েছে সেটি না করলে খুব সহজেই ইনস্টাগ্রামের প্রোফাইল হ্যাক করা যেত।

আরোও পড়ুন :