মৃত্যুর আগে স্ত্রীকে শেষ ভিডিওটি পাঠিয়েছিলেন জওয়ান, দেখুন চোখে জল আনা ভিডিওটি

Image Source : Google

পুলওয়ামা হামলার পর এখন অনেক দিন কেটে গেছে, আস্তে আস্তে তার স্মৃতি ঝাপসা হচ্ছে, দেশবাসীর মন থেকে। কিন্তু যাদের পরিবারে এই ঘটনা ঘটেছে তারাই জানে এই ঘটনা কতটা ভয়াবহ।

- Advertisement -

দিনটা ছিল ১৪ই ফেব্রুয়ারি, ভালবাসার দিন। ঠিক সেইদিন সীমান্ত কেপে ওঠে এক ভয়ানক হামলায়। জংি হামলায় ভারতীয় সেনা জওয়ানদের গাড়ি উড়িয়ে দেওয়া হয়। মৃতের সংখ্যা বেড়ে হয় ৪০ জন।ঠিক সেই বাসেই ছিলেন সুখ জিন্দর সিং ( হেড কনস্টেবল , ৭৬ ব্যাটেলিয়ন )। মনখারাপের মাত্রাটা খানিকটা হলেও হালকা করতে চেয়েছিলেন। কিন্তু ভিডিওটি তাঁর স্ত্রী ২২ শে ফেব্রুয়ারি দেখেন। শেষ স্মৃতি টুকু দৃষ্টিগোচর হতেও লেগে গেল নটা দিন।

দেখুন সেই ভিডিও :

আরোও পড়ুন :