পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব থেকে সরানোর দাবি তুললেন কুণাল ঘোষ


তৃণমূলের মহাসচিব, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়ে গেছে জল্পনা। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পর থেকে তৃণমূলের অন্দরে শুরু হয়ে গেছে জল্পনা।

- Advertisement -

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যাতে পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ এবং মন্ত্রীত্ব থেকে অবিলম্বে বাদ দেওয়া হোক। নিজের বক্তব্যের জন্য যদি দল তার ওপর থেকে কোন ব্যবস্থা তাও মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ।

কুণাল ঘোষের পোস্ট থেকেই জানা যাচ্ছে ইতিমধ্যেই দলের অন্দরে শুরু হয়ে গেছে চাপানউতর। এই অবস্থায় দাঁড়িয়ে দল কি সত্যিই পার্থর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন? সেটাই এখন দেখার, নাকি কুণাল ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তৃণমূল কংগ্রেস?

আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক আছে। এই বৈঠক যে খুব গুরুত্বপূর্ন তা মনে করছেন অনেকে। আজই হয়তো মন্ত্রীত্ব হারাতে পারেন পার্থ চট্টোপাধ্যায়।

প্রথম থেকেই ইডির আইনজীবী দাবি করে এসেছেন মোট কেলেঙ্কারির পরিমাণ ১২০ কোটি টাকা। এখনও অবধি উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকা এবং প্রচুর সোনা, বিদেশি মুদ্রা এবং জমির দলিল। আগামী দিনে আর কি কি উদ্ধার হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের মানুষ।

আরোও পড়ুন :