অভিনেত্রী এবং মডেল কেট শর্মা আরো একবার উঠে এলেন চর্চার কেন্দ্রবিন্দুতে। বরাবরই নেটিজেনদের মধ্যে আলোচনায় থাকেন কেট। পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ আনার পর থেকেই কেট কে নিয়ে বিতর্ক শুরু হয় ইন্ডাস্ট্রিতে। যদিও কোনোরকম রাখঢাক না করেই মিডিয়ার সামনে কেট সবটা খোলাখুলি বলেছিলেন।
বর্তমানে ২.৬ মিলিয়ন অর্থাৎ ছাব্বিশ লক্ষেরও বেশি ফলোয়ার্স তাঁর ইনস্টাগ্রামে। ইতিমধ্যে তিনি কাজ ও করে ফেলেছেন একটি মিউজিক ভিডিওতে। আর সেই সুবাদেই ধীরে ধীরে নিজের কেরিয়ারকে গড়ে তুলেছেন তিনি।
পরিচালক সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে সম্মুখ সমরে নামার পর অনেকে দাবি করেছিলেন অভিনেত্রীর কেরিয়ার শেষ হয়ে যাবে, কিন্তু সেই কথাকে ভুল প্রমাণ করে ‘পেপার’ নামের ওয়েবসিরিজে কাজ করেছেন তিনি। বলিউডে নিজের কেরিয়ারকে গড়ার চেষ্টা করছেন তিনি।
মাঝেমধ্যেই পেশার খাতিরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিত্যনতুন ছবি এবং ভিডিও আপলোড করে থাকেন মডেল কেট যা নিমেষেই ভাইরাল হয়ে যায় তার ভক্তদের মধ্যে। আর এই সুবাদেই দিন দিন বেড়ে চলেছে তার ভক্তসঙ্খ্যা।
সম্প্রতি বেগুনি রঙের উষ্ণপোশাকে নিজের বিছানায় শুয়ে ছবি আপলোড করলেন কেট যা নিমেষেই ভাইরাল হয়ে গেল তার ভক্তদের মধ্যে। আপনি কি দেখেছেন সেই ছবি?