
বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকাদের মধ্যে একজন হলেন কঙ্গনা রানাওয়াত। নানা সময়ে নানাভাবে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। কখনো হৃতিক রোশনের সাথে তো কখনো আদিত্য পাঞ্চলীর সাথে এমন নানা ঘটনায় নানা সময়ে নাম জড়িয়েছে এই প্রতিভাবান অভিনেত্রীর।
তবে এসবকে তিনি বিশেষ পাত্তা দেন বলে মনে হয়না। কারণ এই সব কিছুকে উপেক্ষা করে নিজের কেরিয়ারে সামনের দিকে এগিয়ে চলেছে কঙ্গনা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তাকে একটু খোঁচা খেতে হলো কমেন্ট সকেশনে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন কঙ্গনা সেখানে বেশ লাস্যময়ী রূপে দেখা যাচ্ছিল তাঁকে। এমন অবতারে আমরা বড় পর্দায় কঙ্গনাকে বিশেষ দেখতে পাইনা। নানারকম চ্যালেঞ্জিং চরিত্র করতেই বেশি ভালোবাসেন তিনি তবে এই ছবিটি সম্পুর্ন আলাদা ধরনের। আর সেই ছবির কমেন্ট সেকশনেই মিললো এক অনিরকমের কমেন্ট।
একজন এই ছবির কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন, ‘কঙ্গনার শরীরে কিছু একটা বদল ঘটেছে। যতসম্ভব কঙ্গনা ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করিয়েছেন।’ এমন কমেন্টের এখনো অবধি কোনো উত্তর পাওয়া যায়নি।