নিজের ব্যক্তিগত জীবন হোক বা কোনো বিষয় নয় মন্তব্য করা হোক, কঙ্গনা রানাওয়াত সবসময় অকপট। তিনি নিজের ইমেজের তোয়াক্কা তো করেনই না উল্টে বেফাঁস কথা বলে বিতর্কে জড়িয়ে পড়তেও তাঁকে বহুবার দেখা গেছে। তবে সেসব নিয়ে যে তিনি ভাবিত তা কিন্তু মনে হয়না মোটেই।
যেমন সম্প্রতি তিনি নিজেই বলেন তাঁর একটি সেক্সলাইফ আছে জেনে তাঁর পরিবার একটু হকচকিয়ে গেছিল প্রথমটায়। তবে কঙ্গনা সরাসরি বলেন, তিনি মনে করেন প্রত্যেক বাবা মায়ের ই নিজের সন্তানকে সুরক্ষিত সেক্স লাইফের জন্য উৎসাহ দেওয়া উচিত। আপনার মিলন করতে ইচ্ছে করলে নিজেকে আটকে রাখবেন না।
তবে শুধু এটুকুই নয়, এর আগেও একটি পত্রিকাকে ইন্টারভিউ দেওয়ার সময় কঙ্গনা বলেছিলেন তাঁর জীবনে প্রথম চুমু খাওয়ার কথা। তখন সে অভিজ্ঞতা অবশ্য মোটেই ভালো ছিলনা, তাঁর ঠোঁট জমে গেছিল এবং তৎকালীন বয়ফ্রেন্ড বলছিলেন তুমি ঠোঁট নাড়াও।