অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছিলো কঙ্গনা কে, ফাঁস হলো গোপন রহস্য, দেখুন ক্লিক করে

Image Source : Google

কঙ্গনা রানাউত কোনও গড ফাদার ছাড়াই নিজের দক্ষতায় বলিউডে জায়গা করে নিয়েছেন। তাঁর মত প্যাশনেট অভিনেত্রীর সংখ্যা বর্তমানে হাতে গোনা।তবু বিতর্ক তার পেছনে ধাওয়া করে অহর্নিশ। কিন্তু দমানো যানি তাকে।নিজের লক্ষ্যে বরাবরই স্থির থেকেছেন তিনি।সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে জানান কেরিয়ারের শুরুতে কতখানি স্ট্রাগেলের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে।

- Advertisement -

একবার পহলাজ নিহালানি একটি ছবিতে অফার করেন তাকে।সেই ছবির ফটোশ্যুটে ডাকা হলে কঙ্গনা সেখানে যান।কিন্তু তাকে অন্তর্বাস ছাড়াই একটি স্যটিন রোবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বাধ্য করা হয়েছিল। সেই ফটোশ্যুটটি শেষ হতেই কঙ্গনা পালিয়ে আসেন সেখান থেকে।এমনকি নিজের ফোন নম্বরও পাল্টে ফেলেন।

আরোও পড়ুন :