- Advertisement -
অভিনেত্রী কবিতা রাধেশ্যম বিগত বেশ কিছুদিন ধরেই বিশেষভাবে পরিচিত নেটিজেনদের মধ্যে। ‘কবিতা ভাবি’ নামক একটি ওয়েব সিরিজের মধ্য দিয়ে তিনি ডেবিউ করার পর থেকেই তার জনপ্রিয়তা তুঙ্গে। মানুষ পছন্দ করেছেন তাঁকে।
- Advertisement -
কবিতার ইন্সটা প্রোফাইল ঘুরলেই স্পষ্ট হবে যে সেখানে লক্ষাধিক ফলোয়ার্স যারা প্রতি মুহূর্তে চোখ রেখে চলেছে কবিতার সমস্ত আপডেটে।
আর এটা বলার কিছু নেই যে কবিতা মানেই একটু বাড়তি উষ্ণতার ছোঁয়া। ছোটপর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, সবেতেই একই অবতারে থাকতে ভালোবাসেন তিনি। আর সেই জন্যেই ভাইরাল হয়ে যান সহজেই।
আরোও পড়ুন :