এবার সেয়ানে সেয়ানে টক্কর! অ্যামাজন কর্তা জেফ বেজোসের ঘুম উড়িয়ে দিতে চলেছেন মুকেশ আম্বানি


চলছে আইপিএল এ পনেরো তম সিজন। নতুন করে সেজে উঠেছে সমস্ত টিম যার ফলে বদলে গেছে আইপিএলের মধ্যেকার সমস্ত সমীকরণ এবং টানটান উত্তেজনার সাথে চলছে প্রতিটি ম্যাচ। এমনিতেই এই মেগা টুর্নামেন্টের জন্য মুখিয়ে থাকে কোটি কোটি মানুষ। সারাদিনের কর্মব্যস্থ জীবনের ফাঁকে খানিকটা স্বস্তি হল আইপিএল।

- Advertisement -

আর এবার এই আইপিএলের স্বত্ত্ব কে ঘিরেই সম্মুখ সমরে নামতে চলেছেন জেফ বেজোস এবং মুকেশ আম্বানি। তাদের এই যুদ্ধে প্রচুর টাকা আয় হবে বিসিসিআই এর, আশা রয়েছে এমনটাই। বর্তমানে এই টুর্নামেন্টের টিভি স্বত্ত্ব রয়েছে স্টারের হাতে এবং অনলাইন স্বত্ত্ব রয়েছে হটস্টারের কাছে তবে এবছরই শেষ হয়ে যাচ্ছে স্বত্ত্বের মেয়াদ ফলে নতুন করে টেন্ডার ডাকতে চলেছে বিসিসিআই।

এই বছর আইপিএল এর স্বত্ত্ব বিক্রি করে ৫০ হাজার কোটি টাকা আয়ের ইচ্ছে রয়েছে বিসিসিআই এর। চারটি ভাগে স্বত্ত্ব বিক্রি হবে। দেশের মধ্যে টিভিতে সম্প্রচারের জন্য স্বত্ত্ব, দেশের মধ্যে অনলাইনে স্ট্রিমের জন্য স্বত্ত্ব। বিদেশে টিভিতে সম্প্রচারের স্বত্ত্ব, বিদেশে অনলাইন স্ট্রিমের স্বত্ত্ব। তবে মুকেশ আম্বানি এবং জেফ বেজোসের মধ্যে টক্কর হতে চলেছে দেশের মধ্যে অনলাইন স্ট্রিমের স্বত্ত্ব নিয়ে।

এখন স্মার্টফোনের যুগ। টিভির সামনে না বসে অফিস থেকে ফিরতে ফিরতে বা অনলাইন ক্লাসের ফাঁকে ফোনের মধ্যেই খেলা দেখতে অভ্যস্ত দেশের যুবপ্রজন্ম। আর আইপিএল নিয়ে দেশের মানুষের উন্মাদনা তুঙ্গে ফলে কে এই স্বত্ত্ব কিনবে তা নিয়ে থাকবে টান টান উত্তেজনা। বহুদিন ধরেই নিজের ব্যবসাকে ভারতে আরো বাড়াতে চাইছেন জেফ বেজোস। আইপিএল তাকে সেই সুযোগ করে দেবে।

তবে শুধু জেফ বেজোস বা মুকেশ আম্বানি নয়, সোনি লিভ থেকে শুরু করে জি ফাইভ সকলেই রয়েছে এই দৌড়ে। তবে জেফ বেজোসের আম্যাজন প্রাইম এবং আম্বানির ভুট ও জিও টিভির মধ্যে লড়াই হবে সেয়ানে সেয়ানে। অন্যদিকে টিভির স্বত্ত্ব কেনার দোড়েও স্টার নেটওয়ার্কের সাথে থাকবে জি, সোনি ইত্যাদি সংস্থা।

আরোও পড়ুন :