বিপদ এখনও ঝুলে আছে শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজের মাথার ওপর। বলিউড অভিনেত্রী জ্যাকলিন প্রতারক সুকেশ চন্দ্রশেখরের প্রেমে পড়েছিলেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন এমনটা গত বুধবার জানিয়েছিলেন, তবে আজ সোমবার সকাল ১১ টা নাগাদ জ্যাকলিন কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ইকোনমি অফেন্সেস উইং।
তদন্তকারীদের দাবি নিজের পরিচয় লুকিয়ে সুকেশ জ্যাকলিনের সাথে যোগাযোগ করেছিল এবং দামী উপহার দিয়েছিল অভিনেত্রীর মন পাওয়ার জন্য। কিন্তু যখন সব সত্যি জানাজানি হল তখনও জ্যাকলিন সুকেশের সাথে যোগাযোগ রেখেছে এবং জেলে দেখা করতে গেছিলেন।
জ্যাকলিন কে জেরা করে সুকেশের বিষয়ে আরো তথ্য পেতে মরিয়া তদন্তকারীরা। এর আগে ফাঁকা হয়েছিল নোরা ফতেহিকে। তিনিও সুকেশের ফাঁদে পড়তে যাচ্ছিলেন কিন্তু মাঝপথে তার সন্দেহ হওয়ায় সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন প্রতারকের সঙ্গে।
২০০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশের নামে। বিবাহিত সুকেশ নিজের স্ত্রীর সাথে যোগসাজশ করেই প্রতারণা করতেন বলে জানতে পেরেছে তদন্তকারীরা। বলিউডের বিভিন্ন অভিনেত্রীকে দামী উপহার দিতেন সুকেশ এরমধ্যে রয়েছে সারা আলি খান, নোরা ফতেহি এবং জ্যাকলিনের মত প্রথম সারির তারকারা। জ্যাকলিন শুধু নয় তার বন্ধুবান্ধব, পরিবারকেও প্রচুর উপহার দিয়েছে সুকেশ।
আজ ফের লম্বা সময় ধরে জেরা করা হবে অভিনেত্রীকে। সেখানে সুকেশের সম্পর্কে বিশদ জানতে চায় তদন্তকারীরা এবং কেন তিনি সবকিছু জেনেও যোগাযোগ রেখে গেছেন সেটিও তারা জানতে চায়।