প্রতারক সুকেশকে ‘স্বপ্নের পুরুষ’ বললেন জ্যাকলিন! বিয়ে করতে চেয়েছিলেন সুকেশকে


প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সাথে ক্রমশই জড়ইয়ে পড়ছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ রয়েছে সুকেশের নামে। বিবাহিত সুকেশ নিজের স্ত্রীর সাথে যোগসাজশ করেই প্রতারণা করতেন বলে জানতে পেরেছে তদন্তকারীরা। বলিউডের বিভিন্ন অভিনেত্রীকে দামী উপহার দিতেন সুকেশ এরমধ্যে রয়েছে সারা আলি খান, নোরা ফতেহি এবং জ্যাকলিনের মত প্রথম সারির তারকারা।

- Advertisement -

তবে জ্যাকলিনকে নিয়ে বেশি চর্চা হওয়ার কারন সুকেশ প্রতারক জেনেও জ্যাকলিন তার সাথে সম্পর্ক রেখে গেছেন। অভিনেত্রী জানিয়েছেন সুকেশ তার ‘স্বপ্নের পুরুষ’ ছিল এবং তিনি তাকে বিয়ে করতে চেয়েছিলেন। এই বিষয়টি কি অতীত নাকি এখনও অভিনেত্রী তাই চান? এই বিষয়ে ধন্দ রয়েছে অনেকের মনেই।

কোটি কোটি টাকার গাড়ির পাশাপাশি লক্ষাধিক টাকার পোষ্য জ্যাকলিনকে উপহার হিসেবে দিয়েছিলেন সুকেশ। তিনি দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা হিসেবে পরিচয় দিতেন নিজেকে। নোরা ফতেহি অবশ্য তার ফাঁদে পা দেননি। রহস্যের গন্ধ পেয়েই তিনি সুকেশের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছিলেন এবং কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।

অন্যদিকে নতুন করে সুকেশের সাথে নাম জড়িয়েছে চার অভিনেত্রীর যার মধ্যে রয়েছে নিকি তাম্বোলি, চাহাত খান্না, সোফিয়া সিং এবং আরুশা পাতিল। তিহার জেলে সুকেশ থাকাকালীন এই চার অভিনেত্রী তার সাথে দেখা করেছেন এবং আর্থিক লেনদেন হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীদের একাংশ।

আগামী দিনে কি সুকেশকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন জ্যাকলিন? এটা এখন বড় প্রশ্ন তবে তার আগে নিজের ওপর লেগে থাকা সমস্ত অভিযোগের দাগ মুছতে হবে সুকেশকে। তা কি তিনি পারবেন?

আরোও পড়ুন :