ইনস্টাগ্রামে ক্রমশই আরো জনপ্ৰিয় হয়ে উঠছেন মডেল অস্বীথা। ইতিমধ্যেই প্রায় আটলক্ষের কাছাকাছি ফলোয়ার্স তাঁর। মালয়েশিয়ার কুয়ালামপুরে থাকেন ভারতীয় বংশোদ্ভূত এই মডেল। মাঝেমধ্যেই উষ্ণ অবতারে নানারকম ছবি তিনি আপলোড করেন যার জেরে ভাইরালও হয়ে যান সহজেই।
- Advertisement -
অস্বীথার ফ্যানবেস তাঁকে উষ্ণ অবতারে দেখতেই পছন্দ করে। আর সেইজন্যই তিনি কিছু ছবি পোস্ট করলেই তাতে হাজার হাজার লাইকসের বন্যা এবং সাথে কমেন্টও।
সম্প্রতি লাল রঙের বিকিনিতে একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ফের উত্তাপ ছড়িয়েছেন অস্বীথা। স্বাভাবিকভাবেই তাতে খুশি তাঁর লক্ষ লক্ষ ফ্যান। ইতিমধ্যেই তাঁর এই ছবি ভাইরাল হতে শুরু করেছে।
আরোও পড়ুন :