
মুশকিল আসান,তৈরি হবে বৃহত্তম সৌরবিদ্যুৎ; ফুরোচ্ছে কয়লা, কমছে বিদ্যুৎ শক্তির ভান্ডার তারই সুহারায় তৈরি হবে বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প বাংলায় ,এরকমই প্রস্তাব করেন সরকারের কাছে এক বেসরকারি সংস্থা, এবং সব ঠিক থাকলে ঠিক দুই বছরের মধ্যেই শুরু হবে সৌর বিদ্যুৎ প্রকল্প জানিয়েছে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ।
- Advertisement -
এখানে ৮০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের প্ল্যান্ট এই রাজ্যে তৈরি করা হবে যার জন্য লাগবে কয়েক একর জমি যা ওই বেসরকারি সংস্থাই দেবে উৎপাদনের পর বিদ্যুৎ কেনার পরিবর্তে। ইতিমধ্যেই বিদ্যুৎ সংস্থার ইঞ্জিনিয়ারদের সাথে আলোচনা হয়েছে এই বেসরকারি সংস্থার, এবং খুব শীঘ্রই এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যাবে বলে অনুমান করা হচ্ছে।
আরোও পড়ুন :