যাত্রী সুবিধার্থে কনফার্ম টিকিট হস্তান্তরের নিয়ম চালু করল ভারতীয় রেল

ভারতীয় রেল
ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে এবার এক নয়া নিয়ম চালু করা হল।এই নয়া নিয়ম অনুযায়ী যে কোনও যাত্রী যে কোনও যাত্রী কে তার কনফার্ম টিকিট হস্তান্তর করতে পারবেন এমনটাই জানা যাচ্ছে ভারতীয় রেল সুত্রে।এই প্রক্রিয়া করার জন্য রেল কে তাদের নিয়মে অনেক গুলি পরিবর্তন আনতে হয়েছে।এই নতুন নিয়ম চালুর আগে পর্যন্ত একজনের কনফার্ম টিকিটে অন্য একজন ট্রেনে যাত্রা করলে তাকে দন্ডনীয় অপরাধ বলে গন্য করা হত।আগের নিয়ম অনুযায়ী, টিকিট কনফার্ম থাকা অবস্থায় কোনো কারনে যাত্রী সংশ্লিষ্ট স্থানে যাত্রা না করতে চাইলে তাকে আগে গিয়ে টিকিট বাতিল করাতে হত।

- Advertisement -

উল্লেখ্য,এই টিকিট বাতিল করতে গিয়ে যাত্রীদের লোকসানই হতো বেশি।যাত্রী স্বাচ্ছন্দ কে মাথায় রেখে এবার রেলের এই নিয়মে এল বড়ো পরিবর্তন।
কনফার্ম টিকিটের ক্ষেত্রে কোনো যাত্রী তার গন্তব্যস্থলে না যেতে পারলে পরিবারের অন্য কারোর নামে সেই টিকিট তিনি হস্তান্তর করতে পারবে নতুন এই নিয়মের মাধ্যমে।এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওই যাত্রী কে স্টেশন মাস্টারের কাছে একটি আবেদনপত্র জমা দিতে হবে বলে নতুন নিয়মটিতে জানানো হয়েছে।

জেনে নিন,এই নতুন নিয়ম অনুসারে কাদের কে কনফার্ম টিকিট টি ট্রান্সফার করতে পারবে ওই ব্যাক্তি।ওই ব্যাক্তি মুলত তার কনফার্ম টিকিট টি তার পরিবারের সদস্য যেমন,বাবা-মা,ছেলে-মেয়ে,ভাই-বোন,স্ত্রী-স্বামী কে হস্তান্তর করতে পারবে,এর বাইরে কাউকে তিনি তার কনফার্ম টিকিট হস্তান্তর করতে পারবেন না।এছাড়াও জানানো হয়েছে এই টিকিট হস্তান্তর এর ক্ষেত্রে যার নামে টিকিট তাকে ব্যাক্তিগত ভাবে রেল স্টেশনে বা অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আরোও পড়ুন :