
মধ্যপ্রদেশের পান্না জেলায় প্রকাশ কুমার শর্মা নামের এক কৃষক ১২.৫৮ ক্যারাটের একটি হীরে খুঁজে পেলেন। তবে এই ঘটনা এই এই এলাকায় প্রথম নয়। এরকম মূল্যবান হীরে এখানে মাঝেমধ্যেই পাওয়া যায়। সেই জন্য এখানে খনি বা হীরে সংক্রান্ত একটা দফতরও রয়েছে।
- Advertisement -
এই দফতরের প্রধান সন্তোষ সিংহ জানিয়েছেন হীরেটি অশোধিত অবস্থায় নিলাম করা হবে। যত টাকা হীরেটিতে পাওয়া যাবে সেই টাকাটির থেকে সরকার রয়্যালিটি কেটে বাকি টাকা উক্ত কৃষকটি পেয়ে যাবে। তার মতে আনুমানিক ৩০ লক্ষ টাকা পাওয়া যাবে।
আরোও পড়ুন :