অবশেষে গায়িকা ইমনের স্বপ্নপূরণ! দ্য রকের সাথে তুললেন ছবি


বিগত কিছু বছর ধরে বাঙালি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন গায়িকা ইমন চক্রবর্তী। ইমনের কন্ঠে মুগ্ধ বহু মানুষ। সিনেমায় প্লেব্যাক করার পাশাপাশি নিজস্ব অ্যালবামে গান বা পুরানো গানের কভার সবকিছুই করে থাকেন ইমন এবং এই সূত্রে দিন দিন মানুষের মধ্যে পরিচিতি বাড়ছে তার।

- Advertisement -

সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় ইমন। তার মোট ফলোয়ার্সের সংখ্যা ৬ লক্ষেরও বেশি। এত মানুষ যার ভক্ত তিনি আসলে নিজে কার ভক্ত? এই প্রশ্ন অনেকের মনের ঘোরাফেরা করতে পারে। সেই উত্তর স্পষ্ট ইমনের সাম্প্রতিক সময়ে আপলোড করা একটি ছবি থেকে।

হলিউড অভিনেতা ডোয়েন জনসন যিনি সারা বিশ্বে পরিচিত রক নামে, গোটা বিশ্বে কোটি কোটি মানুষ তার ভক্ত, কিন্তু সহজে তো আর তার নাগাল পাওয়া সম্ভব নয়। তবে কিছুদিন আগেই রকের সাথে ছবি তুলেছেন ইমন চক্রবর্তী।

আজ্ঞে হ্যাঁ নিউ ইয়র্কের মাদাম তুসো মিউজিয়ামে রকের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন ইমন। এক ঝলকে দেখে বোঝার উপায় নেই যে এটি আসলে মূর্তি নাকি জলজ্যান্ত মানুষ। তবে আপাতত মোমের মূর্তির পাশে দাঁড়িয়েই নিজের সাদ মিটিয়েছেন গায়িকা। ভবিষ্যতে অবশ্য তার স্বপ্ন পূরণ হতেই পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, বরাবরই নিজের মতামত খোলাখুলিভাবে সকলের সামনে রাখতে ভালোবাসেন ইমন। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় গায়ক রূপঙ্কর বাগচির একটি মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। গায়ক কেকে কে নিয়ে রূপঙ্কর বাগচীর মন্তব্যে নাম জড়িয়েছিল ইমনেরও কিন্তু এই বিতর্কে রূপঙ্করের পাশে দাঁড়াননি ইমন, উল্টে তিনি সর্বসমক্ষে জানিয়েছিলেন তিনি এই বক্তব্য সমর্থন করেননা এবং তার নাম এর মধ্যে জড়িয় যাওয়ায় তিনি অসন্তুষ্ট।

আরোও পড়ুন :