বাড়া ভাতে স্ত্রীর মাথার চুল পেয়ে স্ত্রীর মাথা সম্পুর্ন ন্যাড়া করে দিল স্বামী। এরকমই বধূ নির্যাতনের ঘটনা ঘটেছে বাংলাদেশের জয়পুরহাট সদর উপজেলায়। নির্যাতিতার নাম আরজিনা বেগম।
- Advertisement -
পুলিশ সূত্রের খবর আরজিনার স্বামী বাবলু প্রায়ই তাঁকে মারধর করে শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক অত্যাচার ও করেন। অন্যদিকে ২ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ ও দিতে থাকে। এদিন ভাতে সামান্য চুল পড়ে যাওয়ায় বাবলু হাত পা বেঁধে স্ত্রীকে মারধর করে এবং তারপর স্ত্রীকে ন্যাড়া করে দেয়। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত বাবলু কে।
আরজিনার বয়ান অনুযায়ী তার ওপর অকথ্য অত্যাচার চালাতো বাবলু এবং বাকি শ্বশুরবাড়ির লোকজন। আরজিনা বেগম স্বামী সহ শ্বাশুড়ি এবং মামা শ্বশুরের নামে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছে।
আরোও পড়ুন :