মার্চে আসছে সাত ক্যামেরাওয়ালা স্মার্ট ফোন, বাকি ফিচারগুলো এখনই জেনে নিন

Image Source : Google

2020 মার্চ মাসে Huawei মার্কেটে আনছে সাত কমেরাওয়ালা স্মার্ট ফোন। আগেই তারা একথা ঘোষণা করেছিল, আবার তা বাস্তবায়ন করতে চলেছে। সম্প্রতি চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে কেস সহ Huawei P40 Pro ফোনের ছবি প্রকাশিত হয়েছে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ফোনের ব্যাক সাইটে পাঁচটি আর সামনে পাঞ্চ হোল ডিসপ্লের নীচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা।

- Advertisement -

এবার এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া জাগ,
১) 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
২) ফোনের পিছনে মডিউলের মধ্যে পাঁচটি ক্যামেরা থাকবে। সাথে এলইডি ফ্ল্যাশ।সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের নীচে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা।
৩) Huawei P40 Pro ফোনে কোম্পানির নিজস্ব Harmony OS (অপারেটিং সিস্টেম) চলতে পারে।
৪) 5G কানেক্টিভিটি সহ লঞ্চ হয়েছিল Huaweiএর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 990।
৫) ফোনের উপরে থাকছে একটি মাইক্রোফোন অথবা একটি আইআর ব্লাস্টার।
৬) RAM জানা যায়নি।
৭) একটি USB Type-C পোর্ট।

চলতি এই ফোনটি সহ Huawei P40, যার পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এছাড়াও P40 pro এর মতোই অসাধারণ কিছু স্পেসিফিকেশন থাকবে এই স্মার্ট ফোনটিতেও। দুটিকেই একসাথে এক চীনা কোম্পানি বাজারে আনতে চলেছে। ভারতীয় এই ফোন আনুমানিক ৭৩,৯৯০ টাকায় বিক্রি হবে, যদিও এর দাম সম্পর্কে সঠিক তথ্য অজানা।

আরোও পড়ুন :