
আপনাকে আজ দেবো এমন কিছু টিপস যার ফলে আপনার জীবন এবং শরীর থেকে ট্যান হয়ে যাবে বাই বাই।
ট্যান তোলার জন্য কাজে লাগান দই ও হলুদ। ২-৩ চামচ দইয়ের মধ্যে ১ চামচ হলুদ মিশিয়ে নিন। প্যাক রেডি হয়ে গেলে ২০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। ১ সপ্তাহ করলেই দেখবেন হাতের ট্যান চলে গেছে।
হাতের ট্যান তুলতে লেবুর রস দারুণ উপকারী। পাতিলেবুর মধ্যে ভিটামিন সি। তাই ট্যান তুলতে হাফ কাপ উষ্ণ গরম জলের মধ্যে ৩-৪ চামচ লেবুর রস মিশিয়ে নিন। অন্তত ২০ মিনিট হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
বাজার চলতি অ্যালোভেরা জেল কেনার কোনও প্রয়োজন নেই। এখন প্রায় প্রত্যেকের বাড়িতে কম-বেশি অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকেন। সকালে ঘুম থেকে উঠে অ্যালোভেরা গাছের একটা পাতা ছিরে জেলটা হাতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
একটা কাপের মধ্যে শসার রসের মধ্যে লেবুর রস মিশিয়ে নিন। এর পর পুরো হাতে ভালো করে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হালকা উষ্ণ জলে ধুয়ে ফেলুন।
ট্যান তুলতে বেছে নিতে পারেন চন্দন ও হলুদকে। ২-৩ চামচ চন্দনের মধ্যে কাঁচি হলুদ অথবা ১ চামচ হলুদ মিশিয়ে নিন। এ বার হাতের মধ্যে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। ৩-৪ দিন করলেই বুঝতে পারবেন ধীরে ধীরে হাত থেকে ট্যান চলে যাবে।