প্রথমবার ‘হোলি উৎসব’ মন্দারমনির সমুদ্রসৈকতে, পর্যটকদের জন্য বিশেষ অফার

Image Source : Google

প্রথমবার হোলি উৎসবে মাততে চলেছে মন্দারমনি। কি ? অবাক হলেন নিশ্চয় ? হ্যাঁ, একদম সত্যি, সমদ্রসৈকতে এবার হোলি খেলুন, সাথে থাকছে দারুন ব্যবস্থাপনা। মানে, আপনার খাওয়া-দাওয়া থেকে শুরু করে দারুপান এমনকি ফটোশুটও থাকছে এই অফারে। ডিজে নাইট থেকে শুরু করে নাচ-গান অথবা বাঙালির ১০০ রকমের খাবার, কোনো কিছুই বাদ নেই মশাই। তাই পরিবার কে নিয়ে প্রথবার সমুদ্রসৈকতে হোলি খেলার মজা অথবা সঙ্গী-সঙ্গিনীকে নিয়ে একান্তে হোলির আমেজে একাত্ম হওয়া, সবকিছুই থাকছে এই বিশেষ অফারে। তবে হ্যাঁ, অফারটি খুব সীমিত, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার সিট বুক করে নিন, নাহলে সত্যিই পরে পস্তাবেন, এমন অফার কিন্তু বারবার আসে না। আপনার সিট বুক করতে এখনই কল করুন এই ফোন নম্বরগুলি তে : 9007744647, 9681124998

আরোও পড়ুন :