আজ শনিবার ৮ই জানুয়ারি ২০২১, ক্লিক করে জানুন আজকের রাশিফল


মেষঃ সন্তানের জন্য আজ কোন ভালো সংবাদ পেতে পারেন। প্রেমের সম্পর্ক উন্নতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। তবে আজ কোনও ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিকে বিবাদ বাড়তে পারে। বাড়িতে অনেক বন্ধু আসতে পারে। শরীর নিয়ে কোনও কষ্ট বাড়তে পারে।

- Advertisement -

বৃষঃ চাকুরীর স্থানে জটিলতা বাড়তে পারে। চোখের কোনও সমস্যা বাড়তে পারে। বাড়তি কোনও খরচ থেকে দূরে থাকুন। শরীর খারাপের সম্ভাবনা আছে। রাস্তাঘাটে দুর্ঘটনার সম্ভাবনা আছে। মা বাবার সাথে অশান্তি হতে পারে।

মিথুনঃ সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থাকার জন্য মনে আনন্দ থাকবে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে। স্ত্রীকে নিয়ে অশান্তি অনেক দূর অবধি যেতে পারে। সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদিন কোনও কাজে ব্যস্ত হতে হবে।

কর্কটঃ কোনও আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। তবে বিবাহ জীবনে কোনও সুখের খবর আসতে পারে। অর্থের ব্যপারে কোনও সুবিধা পেতে পারেন। বিলাসীতার জন্য খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও বিবাদের জন্য মানসিক কষ্ট পেতে পারেন।

সিংহঃ চাকুরীর স্থানে কোনও উন্নতির যোগাযোগ হতে পারে। আজ অযথা ব্যয় বাড়তে পারে। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। আইনি কোনও কাজের জন্য ভাল সুযোগ আসতে পারে। বাড়তি কোনও কথা অশান্তি আনতে পারে।

কন্যাঃ প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। গান বাজনা নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ বাড়তে পারে। আজ আপনার মূল্যবান সামগ্রি খোয়া যেতে পারে।

তুলাঃ প্রেমের ব্যপারে কোনও নতুন যোগাযোগ আসতে পারে। স্ত্রীর সঙ্গে মতের অমিল হতে পারে। শেয়ার বাজার নিয়ে কোনও চাপ বাড়তে পারে। পিতার সঙ্গে কোনও বিবাদের কারণে মানসিক কষ্ট ও মাথার যন্ত্রণা বাড়তে পারে। শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে।

বৃশ্চিকঃ অকারণে বেশ কিছু পয়সা বেরিয়ে যেতে পারে। বন্ধু মহলে কোনও কারণে তর্ক হতে পারে। অর্থের ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। অতিরিক্ত কাজের জন্য গায়ে ব্যথা বাড়তে পারে। মানসিক চাপ বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বাড়তে পারে।

ধনুঃ মনে আশার সঞ্চয় হতে পারে। ব্যবসার দিকে ভাল লাভ হাতছাড়া হতে পারে। বাড়িতে মানসিক আশান্তি বাড়তে পারে। কোনও কাজের টাকা পেতে দেরি হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। শেয়ার বাজারে আজ খুব একটা ভালো ভাগ্য থাকবেনা।

মকরঃ বাড়তি কোনও খরচের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে। প্রেমের ব্যপারে কোনও চিন্তা বাড়তে পারে। আয় ও ব্যয়ের ভিতর সমতা ঠিক থাকবে না। ব্যবসার দিকে কোনও ব্যক্তির জন্য উন্নতির সুযোগ আসতে পারে। শরীরের দিকে কোনও খরচ বাড়তে পারে।

কুম্ভঃ নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বাতের ব্যথায় কষ্ট পেতে হতে পারে। ভ্রমণের জন্য অধিক ব্যয় বাড়তে পারে। একটু বুদ্ধির ভুলের জন্য ব্যবসার দিকে ক্ষতি হতে পারে। আইনি কোনও কাজ ভাল হতে পারে। পেটের কোনও কষ্ট বাড়তে পারে।

মীনঃ কোনও কাজের জন্য আজ সুনাম বাড়তে পারে। বাড়তি কোনও খরচ হতে পারে। আজ যে কোনও কারণে একটু অর্থ ব্যয় হতে পারে। কাজের ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদ হতে পারে।

আরোও পড়ুন :