আজ বৃহস্পতিবার ১০ই ফেব্রুয়ারি ২০২২, ক্লিক করে জানুন আজকের রাশিফল


মেষঃ আজ আপনার সাথে অনেক দিনের পরিচিত কারোর দেখা হতে পারে। জীবনে আপনি আজ কোন প্রকৃত বন্ধুর খোঁজ পাবেন। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। আজ কাজকর্ম তেমন হবেনা। ব্যবসায়ীদের জন্য দিন খুব একটা ভালো না। আজ পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। মন আজ ভারাক্রান্ত থাকবে, ভবিষ্যতের চিন্তা গ্রাস করবে। সন্তানদের আজ সময় দিন।

- Advertisement -

বৃষঃ আজ কোন কিছু হারিয়ে যেতে পারে। আপনার সাথে প্রিয় কোন মানুষের অশান্তি হতে পারে। শরীর কিছুটা খারাপ হতে পারে। দামি কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন সাবধানে থাকুন। সারাদিন কোনও ঝুঁকি প্রবল কাজ না করাই ভাল। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন।

মিথুনঃ আজ আপনি আবার নতুন করে সঞ্চয় করতে শুরু করবেন। নানাদিক থেকে অর্থ আসতে পারে। চাকুরি যারা করেন তাদের কিছু সমস্যা হতে পারে কাজের জায়গায়। মেজাজ আজ তিরিক্ষে থাকবে। কাছের মানুষের সাথে দুর্ব্যবহার করতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে। ছোট খাটো কোনও আঘাত লাগতে পারে।

কর্কটঃ বাড়িতে কোন আত্মীয় আসতে পারে। আপনার জীবনে নতুন কারোর প্রবেশ হতে পারে। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। কথা খুব কম বলবেন। আপনার অজান্তেই কেউ আপনার পেছনে ষড়যন্ত্র করতে পারে। প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে। ভাল সময়ের জন্য অপেক্ষা করুন।

সিংহঃ বহুদিনের কোন ইচ্ছে আজ পূরণ হবে। জীবনে আজ সত্যিকারের বন্ধুর খোঁজ পেতে পারেন। ব্যবসায়ীরা আজ চিন্তায় থাকবেন। ব্যবসার দিকে মহাজনের সঙ্গে বিবাদ বাড়তে পারে। তৃতীয় ব্যক্তির জন্য সংসারের থেকে দূরত্ব বাড়তে পারে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পরতে পারেন।

কন্যাঃ আজ আপনার পরিবারে কোন সদস্যের শরীর খারাপ হতে পারে। আজ কিছু অর্থব্যায় হতে পারে। নিজের ভুল সংশোধন করুন। নিজের সঙ্গ সপর্কে সচেতন হোন। গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। লটারিতে হঠাৎ প্রাপ্তি যোগ। বাড়তি কিছু খরচের জন্য একটু চাপ বাড়তে পারে।

তুলাঃ ব্যবসায়ীরা আজ আবার লাভের মুখ দেখতে পারবেন। আজ বন্ধুদের সাথে কিছুটা অশান্তি হতে পারে। নেশার থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে নিজের দোষে অস্বস্তির শিকার হবেন। পরোপোকারে সংসারে শান্তি ভঙ্গ হতে পারে। রাস্তাঘাটে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। স্ত্রীর জন্য উন্নতি বাড়তে পারে। পড়াশোনার জন্য আদর্শ সময়।

বৃশ্চিকঃ আজ কাজ থেকে বিরতি পেতে পারেন। কাছের মানুষের সাথে সময় কাটাতে পারবেন। কোথাও ঘুরতে যেতে পারবেন। আপনাকে আজ কেউ ভুল বুঝবে। ভাই বোনদের সঙ্গে বিবাদ বা বিচ্ছেদও হতে পারে। শত্রুর সঙ্গে চুক্তিতে কোনও কাজে সমাধান হতে পারে। প্রেমে নতুন মোড় আসতে পারে।

ধনুঃ স্ত্রীর সঙ্গে মতোবিরোধ হতে পারে। পুরনো ঋণ শোধ হতে পারে। শ্বশুরবাড়ির সাথে আপনার কিছু অশান্তি হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে। আপনার ওপর আজ কারোর হিংসা হবে। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়।

মকরঃ আজ শেয়ারে বিনিয়োগ করতে পারেন। জীবনে আজ নতুন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন। জ্বর জ্বালায় কষ্ট হতে পারে। সন্তানের দিকে একটু নজর দিতে হবে। আজ গাড়ির কোন কিছু খারাপ হতে পারে। কোনও কারণে আজ আপনার মানহানিও হতে পারে। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। পড়াশুনার জন্য ভাল সময়।

কুম্ভঃ ধৈর্য্য রাখতে হবে আপনাকে। সুসময় আসবে। আপনাকে আজ কেউ অপমান করতে পারে। জীবনে আজ বড় কোন সত্যের মুখোমুখি হতে পারেন। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। আজ খুব কাছের কারোর দুর্ঘটনার খবর পেতে পারেন। কোন শত্রু আপনার ক্ষতি করতে পারে। জীবনে আজ নতুন কোন লক্ষ্য পেতে পারেন।

মীনঃ সঞ্চয়ের অর্থ খরচ হয়ে যাবে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। বাড়িতে আজ নতুন অতিথির খবর আসতে পারে। নতুন জীবন শুরু করবেন। আজ খুব কাছের কোনও মানুষের জন্য আপনার ছোট খাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। বাড়তি কিছু খরচ হতে পারে।

আরোও পড়ুন :