প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে আফ্রিকা মহাদেশের নাম্বিয়া থেকে এসেছে ৮টি চিতা, এই খবর গোটা বিশ্ববাসী জেনে গেছে। তবে এখনই জঙ্গলে ছাড়া হয়নি চিতাবাঘ গুলিকে। কোয়ারিন্টিনে রেখে তাদের গতিবিধি নজরে রাখা হচ্ছে।
প্রতিটি চিতাবাঘের গলায় রয়েছে একধরনের বেল্ট যাতে লাগানো রয়েছে gps সিস্টেম। চিতাগুলি কখন কোথায় যাচ্ছে এবং কী করছে সেই বিষয়ে বিশেষজ্ঞরা সবসময় চোখ রাখছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে চিতার গলার স্বর শোনা গেছে।
ক্যাও ক্যাও করে ডেকে উঠলো একটি চিতা। নেটিজেনদের মধ্যে অনেকেই এই ভিডিও নিয়ে হাসাহাসি করেছেন। এ কেমন ডাক? সেটাই তাদের প্রশ্ন। তবে চিতা নিয়ে অনেক আলোচনা হলেও চিতার স্বর শুনেছেন এমন মানুষ খুব কমই আছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সাধারণত চিতা এভাবেই ডাকে তবে শিকারের সময় বা লড়াইয়ের সময় তার গলায় গর্জন শোনা যায়।
Here they come💕
1st of the nine cheetahs from Namibia. Ready to travel to India. pic.twitter.com/HikTNw1MtH— Susanta Nanda IFS (@susantananda3) September 16, 2022
চিতাগুলিকে যারা পর্যবেক্ষণ করছেন তাদের মতে, আপাতত এখানে থাকতে তাদের কোন অসুবিধা হচ্ছেনা। নিরাপদ আশ্রয় পেয়েছে তারা এই বিষয়টি প্রকাশ করতেই অভাবে ডেকেছে চিতাটি। বিশেষজ্ঞদের কাছে এমন কথা শুনে নিশ্চিত সকলেই।
আগামী দিনে আরো ১২টি চিতা আসবে বলে জানানো হয়েছে। বর্তমানে যে ৮টি চিতা এসেছে তার মধ্যে ৫টি মেয়ে এবং ৩টি ছেলে। চিতা কে কেন্দ্র করে পর্যটন শিল্পে উন্নতির পাশাপাশি যাতে আগামী দিনে চিতার সম্প্রদায় এদেশে বিস্তার লাভ করে সেই জন্য সরকার আনুমানিক ৯০ কোটি টাকা বরাদ্দ করেছে বলে খবর।