বর্তমানে শহরাঞ্ছলে বছরের বেশিরভাগ সময়ই এসি চালাতে বাধ্য হয় মানুষ। গরমের হাত থেকে বাঁচতে এসি ছাড়া কোন গতি নেই। কিন্তু এসি চালালেই তো আর হল না, সঠিকভাবে এসি ব্যবহার না করলে ইলেকট্রিক বিল আসবে আকাশছোঁয়া, যা আপনার ট্যাঁকের কড়ি অনেকটাই খসিয়ে দেবে। তাই আজ আমরা আপনাকে দেবো কিছু সহজ টিপস যা মেনে চললে আপনার বাড়িতে এসি চালিয়েও ইলেকট্রিক বিল আসবে সাধ্যের মধ্যে।
এসির টেম্পারেচার সেট করুন ২৪ থেকে ২৬ এর মধ্যে। এই টেম্পারেচার বাড়িতে ব্যবহারের জন্য আদর্শ। ১৮ তে এসি চালানোর কোন দরকার নেই। টেম্পারেচার যত কমাবেন তত বিল আসবে মাসের শেষে। সেক্ষেত্রে ২৪-২৬ এ চালালে ঘরও ঠান্ডা হবে, পকেটও বাঁচবে।
টাইমার অন করে এসি চালান। এর ফলে রাতের বেলা নির্দিষ্ট সময়ে আপনার এসি নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এতে অতিরিক্ত কারেন্ট খরচ হবে না এবং আপনাকে মাঝরাতে ঘুম থেকে উঠে এসি বন্ধ করতে হবেনা।
ইলেকট্রনিক জিনিস নির্দিষ্ট সময়ের অন্তর সার্ভিসিং এর প্রয়োজন পড়ে। ফলে অবশ্যই এসি সময়মত সার্ভিসিং করান, তা না হলে বিল বাড়তে পারে।
এসি চালানোর সময় অতি অবশ্যই ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে দিন নাহলে এসি চলে যাবে কিন্তু ঘর ঠান্ডা হবেনা মোটেই। এর প্রভাব পড়বে ইলেকট্রিক বিলের ওপর।