নেটদুনিয়ায় ভাইরাল ভেসপা ধোসা! তাজ্জব সকলে


দেশজুড়ে বেশ চোখ রাঙাচ্ছে গরম। বাংলায় বৃষ্টি হবো হবো করেও হচ্ছেনা, আর সেই সুযোগে বেশ ঝোড়ো ব্যাটিং করছে গ্রীষ্ম। রোদের দাবদাহে অতিষ্ঠ গোটা দেশবাসী। আর এই রোদের ঠেলায় সকালবেলা বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে উঠছে।

- Advertisement -

যারা বাইক বা স্কুটি তে ঘুরে বেড়ান তারা কিছুক্ষণ রোদে বাইক বা স্কুটি রেখে গেলেই ব্যাস ফিরে এসে তাতে বসা বেশ কষ্টকর কারণ বেশিরভাগ দু চাকার সিটের রং কালো আর কালো রং তাপ শোষণ করে বেশি আমরা সকলেই জানি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে একটি ভেস্পা স্কুটির ওপরে তৈরি হয়ে গেল ধোসা। স্কুটির সিট রোদে এতটাই গরম হয়ে গেছে যে তাতে রান্না করা সম্ভব।

এই ভিডিও থেকেই পরিষ্কার কি ভীষন গরম পড়েছে গোটা দেশজুড়েই। ভিডিওটি হায়দ্রাবাদে বানানো হয়েছে বলে জানা গেছে। এখনও রাজ্যের বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এদিকে দিন দিন বেড়েই চলেছে উষ্ণতা। কবে বৃষ্টি আসবে সেদিকেই তাকিয়ে বসে সকলে।

আরোও পড়ুন :