আজ শুক্রবার ৪ই ফেব্রুয়ারি ২০২২, ক্লিক করে জানুন আজকের রাশিফল


মেষঃ আজ কোন নিমত্রণ রক্ষা করতে হতে পারে। রক্তচাপ বৃদ্ধি পাবে। সংসারে খরচ বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে আজ কোনও বাধা আসতে পারে। কাজের জায়গায় চাপ বাড়বে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবেনা। ভবিষ্যতের চিন্তা আজ বাড়বে। জীবনে আজ অবসাদ গ্রাস করতে পারে।

- Advertisement -

বৃষঃ অতিরিক্ত কিছু খরচ হতে পারে। কাজের ব্যাঘাত ঘটতে পারে। পড়াশোনার জন্য আদর্শ সময়। বহুদিনের কোন ইচ্ছে আজ ভেস্তে যাবে। চিকিৎসার জন্য অর্থব্যায় হবে। সম্মান বৃধি পাবে। শরীর ভালো থাকবেনা। কাজের জায়গায় ক্ষতি হবে। প্রেমে নতুন করে সমস্যা জন্ম নেবে।

মিথুনঃ ব্যবসা মোটামুটি থাকবে। লটারিভাগ্য ভালো। কর্মস্থানে কোন ক্ষতি হতে পারে। কাউকে সাহায্য করতে গিয়ে অপমানিত হবেন। কাজের জায়গায় জটিলতা বাড়বে। কাছের মানুষের জন্য পরিবারে অশান্তি হবে। অবসাদে ভুগতে পারেন।

কর্কটঃ রাস্তাঘাটে সমস্যায় পড়বেন। পরিবারে অশান্তি হবে। দাম্পত্য কলহ বাড়তে পারে। মাথা ঠান্ডা রাখুন। ব্যবসায়ে লাভের আশা আছে। অন্যের উপকারে আসবেন। অংশীদারী ব্যবসায় লাভের আশা রয়েছে। শরীরে কিছু সমস্যা হবে।

সিংহঃ মানুষকে বিশ্বাস করলে আজ ঠকবেন। কোন কাজে ব্যর্থ হতে পারেন। প্রেমে অশান্তি হবে। আত্মীয়দের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। জীবনে পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন কিন্তু নিজেকে সামলাতে হবে।

কন্যাঃ চাকুরি যারা করেন তাদের জন্য কঠিন সময়। আজ আপনার মন ভালো থাকবেনা। অন্যের উপকারে আজ কোন সমস্যা থেকে মুক্তি পাবেন। কেউ আপনাকে আজ কিছু অপ্রিয় কথা শোনাতে পারে। সারাদিন বেশ চিন্তায় কাটবে। শরীরের সমস্যা বৃধি পেতে পারে।

তুলাঃ আবেগের বশে ভুল করবেন না। নিজের মনের কথা কাউকে খুলে বলুন। আজ বহুদিনের কোন পরিকল্পনা অসফল হতে পারে তবে ভেঙে পড়লে চলবে না। কোন বন্ধুর সাথে দেখা হতে পারে। বাড়ির লোকেদের সাথে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা। রাগের বশবর্তী হয়ে ভুল কাজ করবেন না।

বৃশ্চিকঃ শরীর খারাপ হতে পারে। অতিরিক্ত অর্থ খরচ হবে। মানসিক চাপ বাড়বে। কাজের জায়গায় চাপ বৃধি। হঠাত করে কিছু পেয়ে যেতে পারেন। রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন। শত্রুরা আজ আপনার পিছনে কোন পরিকল্পনা করতে পারে।

ধনুঃ মানুষের সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো না। ক্ষতির আশঙ্কা আছে। বাড়িতে অশান্তি হবে। লক্ষীলাভের সম্ভাবনা ক্ষীণ। আজ পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে।

মকরঃ পরিবারের কারোর শরীর খারাপ থাকতে পারে। কোন ইচ্ছেপূরণ হবে। স্ত্রীর সাথে অশান্তি হতে পারে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন, কাজের জায়গায় সাবধানে থাকবেন। অর্থলাভ হতে পারে। কাজের জায়গায় বসের সাথে অশান্তি হতে পারে।

কুম্ভঃ দেনার দায় থেকে মুক্তি পেতে পারেন। মানসিক চাপ বাড়বে, মানসিক অবসাদ থাকতে পারে। খরচ বাড়বে। মানুষের কাছে ভালোবাসা পাবেন। আদালতের কোন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। স্ট্রেসের ফলে ক্লান্ত হয়ে পড়বেন। আজ নিজেকে খুব একা মনে হতে পারে।

মীনঃ সংসারের দায়িত্ব আজ বোঝা মনে হবে। নিজের শখ পূরণে বাড়তি খরচ হতে পারে। বিয়ের কথা এগোতে পারে। পরিবারের কারোর সাথে মনোমালিন্য থাকলে মিটিয়ে নিন, শুভ সময় আসছে। সন্তানের জন্য আজ চিন্তা বাড়বে।

আরোও পড়ুন :