রানু মণ্ডলের বায়োপিক শেষের পথে! আপনি দেখবেন তো?


রাণাঘাট স্টেশনের রাণু মণ্ডলের নাম শোনেননি এমন মানুষ বাংলায় পাওয়া দুষ্কর। শুধু এ রাজ্যে নয়, গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল রাণু মণ্ডলের নাম। সোশ্যাল মিডিয়ার দৌলতে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যা’ গানটি গেয়ে ভাইরাল হয়ে গেছিলেন রাণু মন্ডল। সেখান থেকে তার যাত্রা থেমেছিল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার স্টুডিওতে।

- Advertisement -

এখন অবশ্য আর আলোচনার কেন্দ্রবিন্দুতে নেই রাণু দেবী। নেটিজেনরা তার থেকে মুখ ফিরিয়েছেন। কিছু কিছু ইউটিউবার মাঝেমধ্যে সেখানে যান তবে শুধুই মজা করার উদ্দেশ্যে। এবার রাণু মণ্ডলের এই জীবনকাহিনী মানুষ দেখতে পাবে ছবির পর্দায়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল রাণু মণ্ডলকে নিয়ে তৈরী হচ্ছে বায়োপিক। সেই কাজ এবার শেষের পথে।

এতদিন দেশে বিভিন্ন অভিনেতা, ক্রিকেটার, অ্যাথলিটদের নিয়ে বায়োপিক তৈরী হত, এবার সেই তালিকায় নাম লেখালেন রাণু মন্ডল। ছবিটি পরিচালনা করবেন হৃষিকেশ মণ্ডল এবং রাণু মন্ডলের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঈশিকা দে কে। এর আগে ‘সেক্রেড গেমস’ এর মত সিরিজে অভিনয় করেছেন তিনি।

ছবির নাম ঠিক হয়েছে ‘রাণু মারিয়া মন্ডল’। রাণুদেবী আসলে খ্রিষ্টান ধর্মাবলম্বি সেই জন্যই ছবির নাম এমন রাখা হয়েছে। একটি সাক্ষাৎকারে রাণু মন্ডল জানিয়েছিলেন তিনি একটা সময়ে মুম্বাইয়ে শর্মিলা ঠাকুরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। সেই কথার সত্যতা অনুধাবন করা অবশ্য সম্ভব হয়নি।

রাণু মন্ডল এর আগে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন নানারকম মন্তব্যের জেরে বয়ে গেছে সমালোচনার ঝড়। নেটিজেনদের একাংশ তার প্রতি বিতোশ্রদ্ধ কিন্তু এরপরেও পর্দায় রাণু মন্ডলের জীবনী কতটা মানুষের ভালো লাগে এবং তার প্রতি আবার মানুষের নজর পড়ে না কি সেটা দেখার বিষয় থাকবে ছবিটি রিলিজের পর।

আরোও পড়ুন :