ইসকনের রথযাত্রার শুভসূচনা করবেন মমতা বন্দোপাধ্যায়! প্রস্তুতি চরমে


বিগত দুবছর করোনা মহামারীর কারণে ইসকনের রথযাত্রা নমো নমো করে সারা হয়েছে, তবে এবছর বেশ ধুমধামের সাথেই পালিত হতে চলেছে রথযাত্রা। কলকাতায় ইসকনের মন্দিরে রথযাত্রার সূচনা করবেন স্বয়ং মমতা বন্দোপাধ্যায়। তিনিই সবার প্রথমে রথের দড়ি টানবেন।

- Advertisement -

গতবছর ইসকনের মন্দিরের রথযাত্রার ৫০ বছর পূর্তি হয়েছিল, কিন্তু করোনার কারণে সেভাবে ধুমধাম হয়নি। তবে এবার মহাসমারোহে পালিত হবে রথযাত্রা। ব্রিগেডে বসে যাবে মেলা, সেইসাথে চলবে কীর্তন, গান ইত্যাদি।

দেশ বিদেশ থেকে ভক্তরা ইসকনের মন্দিরে ভিড় করবে বলে জানা যাচ্ছে। একসপ্তাহ ধরে ব্রিগেড চত্বর উৎসবের মেজাজে সেজে উঠবে। একই সাথে বিভিন্ন দেশ থেকে আসা ভক্তরা ভোগ রান্না করবে, সবমিলিয়ে একটা হই হই ব্যাপার তিলোত্তমা জুড়ে।

অন্যদিকে চুপ করে বসে নেই মায়াপুর। সেখানেও ইসকনের মন্দিরে বেশ বড় করে রথযাত্রা পালিত হয়। মায়াপুর থেকে ৫ কিমি দূরে রাজাপুর গ্রামে উল্টরথ অবধি থাকে জগন্নাথ, বলরাম, শুভদ্রা। এরপর আবার ফিরে আসে তারা স্বস্থানে।

কলকাতায় রথযাত্রা কে কেন্দ্র করে মানুষের মধ্যে এখন থেকেই শুরু হয়ে গেছে চরম উন্মাদনা। তবে দেশ জুড়ে কোভিড একটু একটু করে বাড়ছে। ফলে করোনা প্রটোকল যাতে মানা হয় সেটাই উদ্যোক্তাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

আরোও পড়ুন :