সদ্য প্রয়াত হয়েছেন বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। মুম্বাইয়ের সিটিকেয়ার হাসপাতালে গত মঙ্গলবার মাঝরাতে পরলোক গমন করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর। তাঁর মৃত্যুতে দেশজুড়ে বহু মানুষ শোকপ্রকাশ করেছেন। গতবছর করোনা হওয়ার পর থেকেই শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি, এছাড়াও শরীরে একাধিক সমস্যা ছিলই।
বাপ্পি লাহিড়ি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। আসল নাম অলোকেশ লাহিড়ি। তবে নিজের ডাকনামেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। আজ আমরা জানবো সারা জীবনের উপার্জন থেকে কত পরিমাণ সম্পত্তির মালিক ছিলেন তিনি?
২০১৪ সালের লোকসভা ভোটে দাঁড়ানোর সময় সম্পত্তির যে হিসেব তিনি দিয়েছিলেন সেই অনুসারে তার কাছে তখন মোট সোনার পরিমাণ ছিল ৭৫৪ গ্রাম এবং রূপো ছিল ৪.৬২ কেজি। সুরকারের স্ত্রী চিত্রানির কাছে ছিল ৯৬৭ গ্রাম সোনা, ৮.৯ কেজি রূপো এবং ৪ লক্ষ টাকার হীরে। এছাড়াও বিএমডব্লিউ , অডি এবং আরো ৫টি বিলাসবহুল গাড়ি এবং বাড়িও দেখিয়েছিলেন তিনি সম্পত্তিতে। এসব মিলিয়ে আনুমানিক দাম ছিল ১৪ কোটি টাকা।
এছাড়াও জীবনে আরো একটি শখ ছিল বাপ্পি লাহিড়ির। তা হল হিট গানের কথা স্মরণ রাখার জন্য সোনার প্রলাপ দেওয়া একাধিক ডিস্ক ছিল তাঁর বাড়িতে। শেষ কাজ তিনি করেছিলেন ‘বাগি- ৩’ ছবিতে এবং শেষবারের মত ক্যামেরার সামনে তাঁকে দেখা গেছে ‘বিগবস-১৫’ এর সেটে নিজের নাতির সঙ্গে।