আজ মহা শিবরাত্রি। দেবাদিদেব মহাদেব কে তুষ্ট করার উদ্দেশ্যে অনেকেই আজকের দিনে উপোস করে থাকেন। মহাশিবরাত্রির উপোস খুবই নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে করতে হয়, তবে হয়তো অজান্তেই অনেকে কিছু ভুল করে ফেলেন। এই ভুল যাতে না হয় সেই জন্যই আমরা আপনাকে আজ বলে দেব এমন কিছু বিষয় যার ফলে আপনি মহাদেব কে সন্তুষ্ট করতে সক্ষম হবেন।
প্রথমেই যেটা মাথায় রাখবেন তা হল, আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। আর অবশ্যই এই দিনে উপোস না থাকলে স্নান না করে কিছু খাবেন না।
মনে রাখবেন শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেট দুধ ব্যবহার করবেন না এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে। অভিষেকের জন্য কখনই স্টিলের পাত্র ব্যবহার করবেন না। অভিষেক সর্বদা সোনা, রূপা বা ব্রোঞ্জের তৈরি এমন পাত্র দিয়ে করা উচিত।
মহাদেবকে কেতকি ও চম্পা ফুল নিবেদন করবেন না। কথিত আছে, এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল।
শিবরাত্রিতে, শিবকে তিন পাতার বেলপত্র অর্পণ করুন। ভাঙা বা বিকৃত বেল পাতা দেওয়া উচিত নয়। শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক।