আজ বিশ্বকর্মা পুজো। পুরাণমতে মনে করা হয় দেবতাদের প্রাসাদ এবং অলংকার নির্মান করেন বিশ্বকর্মা। ফলে এই দেবতার পুজোর মাধ্যমে তাকে সন্তুষ্ট করতে পারলে আপনার ভাগ্যও ফিরতে পারে। যাদের ব্যবসার সাথে বাবা বিশ্বকর্মার কৃপা ওতোপ্রোতভাবে জড়িত তাদের অবশ্যই এই বিশেষ দিনে পুজো করা উচিত এবং বিশ্বকর্মাকে প্রসন্ন করা উচিত। তার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।
১) আপনি যদি বিশ্বকর্মা পুজো করে থাকেন তাহলে অবশ্যই বাবা বিশ্বকর্মার হাতে কাশফুল দিন। আজকের দিনে অবশ্যই বাড়িতে নিরামিষ আহারের ব্যবস্থা রাখুন।
২) যাদের গাড়ি আছে তারা অবশ্যই গাড়ির সামনের এবং পেছনের চাকায় লেবু রেখে গাড়িটি চালিয়ে নিন এবং সেই লেবুটি প্রবাহমান জলে ভাসিয়ে দিন।
৩) বিশ্বকর্মা ঠাকুরের হাতে একটি ঘুড়ি দিন এবং সেই ঘুড়িটি পুজো হয়ে গেলে নিজের ব্যবসার জায়গায় বা বাড়িতে রাখুন। এতে আপনার অনেক উপকার হবে।
৪) আজ সকালে স্নানের সময় অবশ্যই জলে কালো তিল মেশান এবং সকাল সকাল স্নান সেরে নিন। নিজের কোন যানবাহন থাকলে অবশ্যই তা ধুয়ে মুছে সাফ করে রাখুন।
৫) বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যতে সাদা মিষ্টি, যে কোনও হলুদ ফল ও ফুল এবং বাতাবি লেবু যেন অবশ্যই থাকে। এভাবেই আপনি বাবা বিশ্বকর্মার অসীম কৃপা নিজের ওপর পেতে পারেন এবং নিজের সমৃদ্ধিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারেন।