আজ মহাশিবরাত্রি! ভুলেও খাবেন না এই জিনিসগুলি


আজ ১লা মার্চ হল মহাশিবরাত্রি। ভক্তরা আজ সারাদিন উপবাস থাকবেন এবং চার প্রহরে শিবের পুজো হবে তখন তার মাথায় জল ঢালবেন। তবে শিবরাত্রির উপবাসের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আপনাকে নজর রাখতে হবে তা না হলেই দেবতা রুষ্ট হতে পারে আপনার ওপর।

- Advertisement -

আজকের দিনে কী কী করবেনঃ
আজ যারা উপবাস করেছেন, তাঁরা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে যান। এতে দেবতা আপনার ওপর প্রসন্ন হবেন।

আজকের পুজোয় মহাদেবকে দুধ, ধুতুরা, বেল পাতা, চন্দন, দই, মধু, ঘি, চিনি অর্পণ করা উচিত।

আজ ব্রহ্ম মুহুর্তে (সূর্যোদয়ের ২ ঘন্টা আগে) উঠে পড়ুন এবং তারপরে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়ে হাতে অখণ্ড চাল ও জল নিয়ে সংকল্প গ্রহণ করুন।

আজকের দিনে কী কী খাবেন এবং কী কী খাবেন নাঃ
চাল, গম, ডাল, সাদা নুন খেতে নেই।

আমিষ, রসুন, পেঁয়াজ খাওয়া চলবেনা।

আজ কলা, কমলালেবু, আপেল, বেদানা ইত্যাদি সমস্ত ধরনের ফল খেতে পারেন। শরবৎ খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারেন।

আরোও পড়ুন :