এক ফুল চার মালী। কার্যত এমনটাই ঘটেছে মাথাভাঙা ১ নং ব্লকের জোরপাটকী গ্রাম পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে। সেখানে গ্রামেরই এক যুবক একসাথে চারজনের সাথে সম্পর্কে লিপ্ত ছিল। তার প্রেমিকাদের হঠাত করেই সন্দেহ হয় যে তাদের প্রেমিক তাদের ঠকাচ্ছে ফলে তারা সকলে একত্রে ধর্না দেয় ছেলেটির বাড়ির সামনে। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।
চারজন প্রেমিকাকে একসাথে বাড়ির সামনে দেখে আত্মহত্যার চেষ্টা করে উক্ত প্রেমিক। এখন সে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু কীভাবে একটি ছেলে চারজনের সাথে সমান তালে সম্পর্ক রেখে চলছিল তা কারোরই মাথায় ঢুকছেনা। ছেলেটির বাড়ির লোক গোটা বিষয় নিয়ে কিছু মন্তব্য করেনি।
গোটা বিষয় নিয়ে পুলিশের কাছে অবশ্য কোন অভিযোগ জমা পড়েনি। ছেলেটি বিষ খাওয়ার পরই প্রেমিকারা বাড়ির সামনে থেকে চলে যায় তখন সকলেই যুবককে বাঁচানোর চেষ্টায় তৎপর হয়ে পড়ে, তবে এলাকার বাসিন্দারা তাদের প্রতিবেশী যুবকের এমন গুণধর কীর্তি দেখে বিস্মিত ও হতবাক।