আজ বুধবার ৫ই জানুয়ারী ২০২২, ক্লিক করে জানুন আজকের রাশিফল


মেষঃ আজ শরীর একটু খারাপ থাকতে পারে, চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে। থাইরয়েড মাথাচারা দিতে পারে। সন্তানের জন্য আজ কোন ভালো সংবাদ পেতে পারেন। কর্মচারীকে নিয়ে একটু নাজেহাল হতে পারেন।

- Advertisement -

বৃষঃ প্রেমে জটিলতা কেটে যেতে পারে। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। আইনি ঝামেলা বা জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। শরীরটা একটু খারাপ যেতে পারে। অতিরিক্ত আবেগ প্রবণ হয়ে কর্মে বিপত্তির যোগ আসতে পারে।

মিথুনঃ পরিশ্রম করেও তার ফল কিছু পাবেন না। বাড়ির কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হতে পারে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা হতে পারে।

কর্কটঃ সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। গাড়ি একটু সাবধানে চালান। পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। আজ ব্যবসার দিকে ভাল আয়ের যোগ আছে। আজ নতুন কোন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন।

সিংহঃ একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূরণ হতে পারে। চাকুরীর জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে।

কন্যাঃ ব্যবসায় চাপ বৃদ্ধি হতে পারে। আজ পরিশ্রম হবে প্রচুর। স্ত্রীর কোনও বুদ্ধিতে আজ আপনি লাভবান হতে পারেন। তৃতীয় জনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে। ছোট খাটো কোনও আঘাত লাগতে পারে।

তুলাঃ কাজের চাপের জন্য স্ট্রেসের ফলে বিরক্তি আসতে পারে। আত্ম সংযমী না হতে পারলে সমস্যা হতে পারে। থিয়েটারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সময়। ছোট কাউকে সাহায্য করতে হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে।

বৃশ্চিকঃ অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। আজ সারাদিন কোনও ঝুঁকি প্রবল কাজ না করাই ভাল। সন্তানদের জন্য অর্থ ব্যয় হতে পারে। অর্থ ক্ষতি থেকে সাবধান থাকা দরকার। শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করুন।

ধনুঃ চেষ্টা না করলে ব্যবসায় কোনও রূপ সফলতা পাবেন না। অর্থভাগ্য আজ মেলানো মেশানো। অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ দেখা যাচ্ছে। সম্মান প্রতিপত্তি বাড়তে পারে।

মকরঃ ব্যবসায় অবনতি দেখা দিতে পারে। খুব চিন্তা করে সকালের দিকে লটারি কাটতে পারেন। সংসারে অশান্তি হতে পারে। নতুন উপার্জনের চেষ্টা না করাই ভাল। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।

কুম্ভঃ মায়ের শরীর নিয়ে ব্যস্ত হতে পারেন। আজ সারাদিন পারিবারিক শান্তি বজায় থাকবে। পরে থাকা প্রেমে জট খুলে যেতে পারে। কোনও কারণে শরীরের উদ্বেগ বৃদ্ধি হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে কলহ বাধতে পারে।

মীনঃ শত্রুর মোকাবেলা করতে অক্ষম হবেন। নতুন কোনও প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে অশান্তি বাড়তে পারে। বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, বিবাদের যোগ আছে।

আরোও পড়ুন :