বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া জীবন প্রায় অচল। প্রতিমুহূর্তে কাজ থেকে শুরু করে পড়াশোনা সবকিছুতেই সোশ্যাল মিডিয়া জড়িয়ে রয়েছে নিবিড়ভাবে। আর সোশ্যাল মিডিয়ার কথা বলতে গেলে হোয়াটস অ্যাপের কথা বলতেই হবে।
এই মেসেজিং অ্যাপটির বর্তমান মালিক ফেসবুকের কর্ণধার মার্ক জুকারবার্গ। হোয়াটস অ্যাপ কিনে নেওয়ার পর থেকেই একের পর এক আকর্ষণীয় আপডেট এনেছেন তিনি যাতে ব্যবহারকারীরা আরো ভালো ভাবে এই অ্যাপের সুবিধা পেতে পারে।
এবার হোয়াটস অ্যাপে আসছে নতুন ফিচার। এর আগে কাউকে কোন মেসেজ পাঠিয়ে ফেললে তা যদি মোছার দরকার হত তাহলে তার জন্য সময় ছিল এক ঘন্টা। অর্থাৎ, এক ঘণ্টার মধ্যেই কাউকে পাঠানো কোন মেসেজ বা ফাইল ডিলিট করে দেওয়া যেত। এক ঘন্টা সময় পেরিয়ে গেলে সেই অবকাশ থাকতো না।
কিন্তু এবার নতুন আপডেটের মধ্যে দিয়ে এই সময়সীমা বাড়িয়ে দিল হোয়াটস অ্যাপ। ১ ঘন্টার বদলে ৬০ ঘণ্টা সময় করে দেওয়া হল। অর্থাৎ আড়াই দিনের বেশি সময় ব্যবহারকারীরা পাবে পাঠানো মেসেজ ডিলিট করার জন্য।
হোয়াটস অ্যাপের এই নতুন ফিচার নিঃসন্দেহে মানুষের পছন্দ হবে বলে মনে করছে কোম্পানি। বিভিন্ন গ্রুপে বা ব্যাক্তিগত কাউকে কোন মেসেজ ভুল করে পাঠিয়ে ফেললে একজন সেই ভুল শুধরে নেওয়ার জন্য পাওয়া যাচ্ছে অফুরন্ত সময়। নতুন আপডেটের সাথেই এই ফিচার উপভোগ করতে পারবে গ্রাহকরা।