কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবীদের জন্য সুখবর, ফের বাড়তে পারে ডিএ। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪% ডিএ বা মহার্ঘ্য ভাতা পেয়ে থাকেন। তবে খুব তাড়াতাড়ি আবার ৪% ডিএ বাড়বে বলে মনে করা হচ্ছে।
আগামী বুধবার বৈঠক রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার। সেখানেই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ্য ভাতা নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে এবং ওইদিনই বেতন বাড়োবে বলে আশাবাদী কর্মীরা।
প্রতিবছর দুবার করে ডিএ বেড়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। গত বছর মার্চ মাসে শেষবারের মত ডিএ পেয়েছিলেন তারা। আগামী বুধবার আবার নতুন কোন সুসংবাদ পাবেন বলে আশা করে রয়েছেন সকলেই। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের প্রমোশন নিয়েও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তম পে কমিশনের পে ম্যাট্রিক্স এবং পে লেভেলের ভিত্তিতে। প্রমোশনের ক্ষেত্রে লেভেল 1 থেকে লেভেল 2-এর পদোন্নতির জন্য 3 বছর চাকরি থাকতে হবে। লেভেল 2 থেকে লেভেল 3-এ পদোন্নতির জন্য কমপক্ষে 3 বছর চাকরি করা প্রয়োজন। লেভেল 2 থেকে লেভেল 4-এ পদোন্নতির জন্য চাকরি করতে হবে কমপক্ষে 8 বছর। লেভেল 4 থেকে লেভেল 6-এর পদোন্নতির জন্য চাকরি করতে হবে 10 বছর। এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে বলে একাধিক রিপোর্টে প্রকাশ দাবি হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন ডিএ পেতে চলেছে ঠিক তখনই রাজ্যসরকারের কর্মচারীরা বসে রয়েছে ডিএ’র আশায়। হাইকোর্টে ডিএ মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য। কবে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাবে সেটাই এখন বড় প্রশ্ন।