বিগ ব্রেকিং: মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে


যা ভাবা হচ্ছিল শেষমেষ তাই হল। ঘরে ও বাইরে চাপের মুখে পড়ে অবশেষে রাজ্যের পরিষদীয়, শিল্প, বাণিজ্য ও তথ্য মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। আজ সকালেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ টুইটারে পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রীত্ব পদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

- Advertisement -

গ্রেফতার হওয়ার ৬ দিনের মাথায় মন্ত্রীত্ব হারালেন পার্থ চট্টোপাধ্যায়। একসময় নিজেকে তৃণমূলের সেকেন্ড ম্যান বলতেন পার্থ চট্টোপাধ্যায়। তবে আজ তিনি ফলে ঠিক কত নম্বরে রয়েছেন তা পরিষ্কার হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে।

অভিষেক বন্দোপাধ্যায় একটি বৈঠক ডেকেছেন যেখানে দলের বিশিষ্ট নেতাদের নিয়ে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করা হবে বলে জানা যাচ্ছে। তিনি এখনও তৃণমূলের মহাসচিব পদে বহাল আছেন। সেই মহাসচিব পদ আদৌ থাকবে নাকি সেটিও হারাবেন পার্থ চট্টোপাধ্যায় সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।

টলিগঞ্জ এবং বেলঘরিয়া এই দুই জায়গায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটি টাকারও বেশি, এর সাথে সোনার বাট, গহনা, বিদেশি মুদ্রা, একাধিক জমির দলিল তো আছেই।

এখনও প্রচুর জায়গায় তল্লাশি চালাতে পারে ইডি। তদন্তে অর্পিতা মুখোপাধ্যায় সাহায্য করছেন বলেই দাবি ইডি কর্তাদের। অর্পিতার মুখ থেকে বেলঘরিয়ার বাড়ি সম্পর্কে জানতে পেরে সেখানে তল্লাশি চালিয়েছে ইডি। বারবার অর্পিত দাবি করেছেন তিনি নির্দোষ, তিনি এসবের কিছুই জানতেন না।

আরোও পড়ুন :