মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা আমরা সকলেই জানি। অনেকের মতে মদ্যপান সমাজকে অধঃপতনে নিয়ে যাওয়ার অন্যতম মূল ও প্রধান কারণ। কিন্তু তা বলে সরকার তরুণদের মধ্যে মদ কে আরো আকর্ষনীয় করে তোলার জন্য প্রতিযোগীতার আয়োজন করবে? এ ও কি ভাবা যায়?
আজ্ঞে এমনটাই হচ্ছে জাপানে। করোনা, লকডাউনের ফলে সেদেশে মানুষের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন। ফলে দেশের তরুণ প্রজন্মের মধ্যে মদ নিয়ে এসেছে তীব্র অনীহা এবং এর জেরে সে দেশে মদের বিক্রি এক ধাক্কায় কমে গেছে অনেকটাই। আর এতেই চিন্তিত জাপানের সরকার। কারণ জাপানের রাজস্বের অনেকটাই আসে মদ বিক্রি করে।
এই কঠিন সমস্যা থেকে বেরোনোর জন্য জাপানের ন্যাশনাল ট্যাক্স এজেন্সি একটি অভিযান শুরু করেছেন যার নাম- ‘সেক ভাইভা’। এই অভিযানের মূল উদ্দেশ্যই হল দেশের তরুণ প্রজন্মের মধ্যে মদকে আরো জনপ্রিয় করে তোলা এবং মদের বিক্রি বাড়িয়ে রাজস্বের পরিমাণ বৃদ্ধি।
‘সেক ভাইভা’র মাধ্যমে একটি প্রতিযোগিতা হবে যেখানে সকলে আলোচনা করবেন এবং উপদেশ দেবেন কীভাবে মদকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে এবং তার গুণগত মান বৃদ্ধি করে তার বিক্রি বাড়ানো যেতে পারে। যার উপদেশ বা আলোচনা সবথেকে বেশি গ্রহণযোগ্য হবে সরকারের তরফ থেকে তাকে পুরস্কৃত করা হবে।
আগামী নভেম্বর মাস অবধি এই প্রতিযোগিতা চলবে বলে জানা গেছে। জাপানের এই প্রতিযোগিতার কথা শুনে বহু মানুষ কোমড় বেঁধে নেমে পড়েছেন। এবার মানুষের উপদেশ শুনে কি আদৌ জাপানের তরুণ প্রজন্মের মধ্যে মদের চাহিদা বাড়বে? উত্তর দেবে সময়।