পুজোয় হবে না বৃষ্টি, খুশির খবর দিলো আবহাওয়া দপ্তর,পড়ুন বিস্তারিত

Image Source : Google

সারা বছরের প্রতীক্ষা শেষ করে, আগমনের দোরগোড়ায় বাঙালির মহোৎসব দুর্গা পূজা, মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তবে চলতি বছরে ভালোমতো বৃষ্টি না হওয়ায় পুজোয় বৃষ্টির সম্ভবনা নিয়ে একটা চিন্তার সৃষ্টি হয়েছে। তার উপরে পুজো অক্টোবরের একদম শুরুতেই, ৪ অক্টোবর মহা ষষ্ঠী।

- Advertisement -

তবে ইতিমধ্যে মৌসম ভবন ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বলেছে, বৃষ্টির সম্ভবনা তেমন একটা না থাকলেও বাতাসের তাপমাত্রা কিছু কম থাকবে। বাতাসে দিনের বেলা একটা অদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। আর যদি বৃষ্টি হয়েও, তাহলেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে, যা পুজোর আনন্দ মাটি করবে না। সব মিলিয়ে পুজো মরসুম কলকাতা বাসীর বেশ সমভাবাপন্ন আবহাওয়ার মধ্যে দিয়ে কাটবে বলেই ভাবা হচ্ছে।

আরোও পড়ুন :