লকডাউনে সমস্যায় দেবের খুড়তুতো ভাই, খবর কানে যেতেই ভাইয়ের খাবারের ব্যবস্থা করলেন দেব

Image Source : Google

ছবির পর্দায় এবং বাস্তব জীবনে দুইতেই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় নায়ক এবং সাংসদ দেবকে। ওদিকে তাঁর নিজের ভাই ই লকডাউনের মধ্যে না খেতে পেয়ে ভুগছেন বলে খবর। রেশন কার্ড না থাকায় তৃণমূলের কোনো সাহায্য না পেয়ে শেষমেশ এলাকার সিপিএম সমর্থকদের থেকে সাহায্য পেয়ে তা দিয়ে কোনোমতে দিন গুজরান করছেন তিনি।

- Advertisement -

কেশপুরের মহিষদা গ্রামের বাসিন্দা বিক্রম অধিকারী পেশায় বাস কন্ডাক্টর। তিনি সুপারস্টার দেবের খুড়তুতো ভাই ও বটে। দেব একাধিকবার তাঁর গ্রামের বাড়িতে অর্থাৎ বিক্রম বাবুর বাড়িতে গিয়েই উঠেছেন। তবু তাঁর সেই ভাই নাকি না খেতে পেয়ে দিন কাটাচ্ছেন। খবর কানে যেতেই ভাইয়ের খাবারের ব্যবস্থা করেন দেব নিজে।

তবে বিক্রম অধিকারী অভিযোগ হেনেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে। অবশ্য স্থানীয় তৃণমূল বিধায়ক শিউলি সাহার কথায়, ”গোটা ঘটনাটি সিপিএমের চক্রান্ত। তাঁদের নির্দেশেই বিক্রমবাবু ভুল তথ্য দিচ্ছেন।”

আরোও পড়ুন :