পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরালেন দেব, আমফান দুর্গতদের পাশে দাঁড়ালেন যীশু

Image Source : Google

করোনা আবহের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন তারকা সাংসদ দেব। ৩৬ জন পরিযায়ী শ্রমিককে বাড়িতে ফেরালেন তিনি। নেপালের সোনার খনিতে কাজ করছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা। ফিরতে পারছিলেন না নিজের বাড়িতে। দেব নিজে উদ্যোগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেন এবং তারপরই কেন্দ্রের সাথে কথা বলে বাসে করে ৩৬ জনকে ফিরিয়ে এনেছেন।

- Advertisement -

৩৬ জনের মধ্যে ৩০ জনের বাড়ি ঘাটালের বিভিন্ন গ্রামে, ২ জন আরামবাগে এবং ৪ জনের বাড়ি বাঁকুড়ায়। ৪ জন মহিলা ছিলেন শ্রমিকদের মধ্যে এবং তার মধ্যে ২ জন অন্তঃসত্ত্বা।

ইতিমধ্যে টলিউডের আরেক বড়মাপের অভিনেতা যীশু সেনগুপ্ত ও আমফান দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য পাঠালেন ত্রাণ। টলিউডের পাশাপাশি বলিউডেও ভালোই পসার যীশুর তবে আপাতত তিনি রয়েছেন বাড়িতেই। আমফান দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন সেকথা।

আরোও পড়ুন :