ফের ২৫০ জন পরিযায়ীকে সুদূর নেপাল থেকে ফিরিয়ে এনে নজির গড়লেন দেব

Image Source : Google

কিছুদিন আগেই ৩৬ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন অভিনেতা সাংসদ দেব। সেই খবর ভাইরাল হয়েছিল সারা পশ্চিমবাংলা জুড়ে। দেবের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সকলে। এখন আরো একবার অসাধ্য সাধন করলেন দেব।

- Advertisement -

২৫০ জন শ্রমিককে ফিরিয়ে আনলেন সুদূর নেপাল থেকে। প্রত্যেকেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। কারোরই কাগজপত্র ঠিকঠাক ছিলনা। এমন সময় তাঁদের উদ্ধার করলেন দেব। ফিরিয়ে আনলেন সকলকে সেই সঙ্গে ২৫০ জন শ্রমিককে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে।

দেবের এই পদক্ষেপে খুশি সকলেই। অভিনেতাকে এরজন্য সকলেই আশীর্বাদ জানিয়েছেন। এই বিষয়ে দেব বলেছেন, ‘আজ দেখছি আমরা, ভারতীয় সেলিব্রিটিরা #BlackLivesMatter বা হাতি হত্যার প্রতিবাদ করছি। আমি এই বিষয়ে সম্পূর্ণ শ্রদ্ধা রাখছি ও দুই ক্ষেত্রেই তাঁদের পাশে দাঁড়াচ্ছি। কিন্তু পরিযায়ীরা যখন প্রবল গরমের মধ্যে, পায়ে প্লাস্টিক বোতল জুতোর মতো লাগিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে হেঁটে যাচ্ছিলেন কিংবা ট্রেনের চাকায় টুকরো-টুকরো হয়ে গেলেন, তখন প্রতিবাদস্বরূপ একটা লাইন বা হ্যাশট্যাগ দেখতে পাইনি। এটা কি জরুরি ছিল না? তাঁদের জীবনের কি কোনও মূল্য নেই।’

আরোও পড়ুন :