
প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আমাদের জীবনযাত্রাতেও আমূল পরিবর্তন ঘটে গেছে। এখন রোজকার জীবনে আমাদের প্রযুক্তি ছাড়া চলেনা। কারেন্টের বিল দেওয়া থেকে শুরু করে খাবার কেনা সবটাই হয় ইন্টারনেটে। তেমনি প্রয়োজনীয় অবস্থায় টাকার যোগান পাওয়ার জন্যেও আমরা দৌড়াই এটিএমএ। কিন্তু ধরুন হঠাৎ এটিএম থেকে জাল টাকা বেরোলো বা কোনো টাকায় সমস্যা দেখা দিল। তখন কী করবেন?
প্রথমেই এটিএম কাউন্টারে যে সিসিটিভি ক্যামেরা আছে তার সামনে টাকাটি মেলে ধরুন। যাতে প্রমাণিত হয় সেই টাকা আপনি এটিএম থেকেই তুলেছেন। তারপর এটিএম মেশিন থেকে যে স্লিপ বেরোবে সেটি যত্ন করে রাখুন। আর যদি স্লিপ না বেরোয় তাহলে মোবাইলে আসা মেসেজটি রেখে দিন।
এরপর যোগাযোগ করুন আপনার ব্যাংকে। জাল নোট পরিবর্তন করা একটু সময়সাপেক্ষ ব্যাপার। কিন্তু এর জন্য অধৈর্য্য হবেন না। সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন ব্যাংকের সাথে। কারণ পরে আপনি ধরা পড়লে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।