কেরলের গুরুবায়ুর মন্দিরে পুজো দিলেন মুকেশ আম্বানি! জেনে নিন মন্দির সম্পর্কে অজানা তথ্য


ভারতের ধনকুবের মুকেশ আম্বানি সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন ধরে দক্ষিণ ভারতের মন্দির পরিদর্শন করছেন এবং সেই সব ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সদ্য গুরুবায়ুর মন্দিরে গেছিলেন মুকেশ আম্বানি সেখানে পুজো দিয়েছেন। কিন্তু এখন প্রশ্ন হল, ভারতের এই ধনকুবের এই মন্দিরটিকে কেন বাছলেন? দেশে মন্দিরের তো অভাব নেই! তাহলে আসুন জেনে নিই এই মন্দির সম্পর্কিত বেশ কিছু তথ্য:

- Advertisement -

গুরুবাযুর মন্দিরে অধিষ্ঠিত আছে দেবতা গুরুবায়ুরপ্পান যিনি আসলে হিন্দুদের পূজিত দেবতা বিষ্ণু। আর এই কারণেই এই মন্দিরকে কৃষ্ণ মন্দিরও বলা হয়। এই বিষ্ণু মূর্তির চারটি হাত রয়েছে এবং সেখানে তিনি যথাক্রমে শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণ করে আছেন।

মনে করা হয় এই মন্দিরটি ৫০০০ এরও বেশি প্রাচীন। এই ঐতিহাসিক মন্দিরে বিষ্ণুর যে বিগ্রহ রয়েছে সেই সম্পর্কে বলা হয়, কৃষ্ণের জন্মের সময় তার বাবা এবং মায়ের কাছে কৃষ্ণ নিজেই যে অবতারে দেখা করতে এসেছিলেন সেই অবিতারই হল গুরুবায়ুরপ্পান।


মন্দিরটির মধ্যে ৫৬ টি হাতি রয়েছে যাদের পোষা হয়। এছাড়াও এই মন্দিরটির অন্যতম বিশেষত্ব হল নিয়মকানুন। পুরুষদের ক্ষেত্রে কোমরের ওপরে কিছু পড়ে প্রবেশ করা চলবেনা। দেহের ঊর্ধ্বাঙ্গ একটি কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখতে হবে। এর নাম ভেষ্টি। মহিলাদের ক্ষেত্রে আগে নিয়ম ছিল শুধুমাত্র শাড়ি পড়েই প্রবেশ করতে হবে কিন্তু বর্তমানে সেই নিয়মকে শিথিল করে সালোয়ার কামিজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবমিলিয়ে প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দির বেশ আকর্ষনীয় এবং মাইথলজিতে সমৃদ্ধ। মুকেশ আম্বানি যে মন্দিরে স্বয়ং পুজো দিয়ে দেড় কোটি টাকা প্রণামী দিয়েছেন সেই মন্দির তো এমনই হবে, এ আর নতুন কথা কি?

আরোও পড়ুন :