ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃনমূল সাংসদ দেব কে কটাক্ষ দিলীপের

দিলীপ ঘোষ
শাসকদলের বিভিন্ন নেতা-মন্ত্রী দের মাঝে মধ্যেই কটাক্ষ করে নানান অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার তার নিশানায় তৃনমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী (দেব)।

- Advertisement -

প্রসঙ্গত ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে তৃনমূল সাংসদ দেব কে কটাক্ষ করলেন তিনি।একই সাথে তিনি তৃনমূল কংগ্রেসের আগামী মঙ্গলবার আয়োজিত বৈঠক নিয়েও কটাক্ষ করেন।ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দেব কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন,’এতদিন কেন ওখানে যাননি তিনি? ৭ বছর তো হয়ে গেল। এখন উনি বসে রয়েছেন, দিদি কবে প্রধানমন্ত্রী হবে, তারপর নাকি তারপর ঘাটাল মাস্টার প্ল্যান পাশ হবে’।

উল্লেখ্য, তৃনমূলের সাংসদ হওয়ার পর থেকেই সংসদে দেব কে একটি জিনিস নিয়ে বার বার দাবী করতে দেখা গেছে, তা হল ‘ঘাটাল মাস্টার প্ল্যান’।বার বার বলা সত্ত্বেও এই প্ল্যান পাশ করা হচ্ছে না, যার ফলে ঘাটালে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে প্রত্যেক বছর।চলতি বছরে ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে দেব বলেন, ‘দিদি প্রধানমন্ত্রী হলে,ঘাটালের মাস্টার প্ল্যান পাশ করবে’।মূলত দেবের এই কথাকেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ।

আরোও পড়ুন :