গরুপাচার কান্ডে রাজ্যের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। একদিকে পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে অনুব্রত মণ্ডল সবমিলিয়ে বেশ চাপে তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে শাসক দলকে আরো চাপে ফেললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
অনুব্রত বাবুর প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ‘গোটা দলটাই জেলে যাবে, জেলে ক্যাবিনেট গড়বেন মমতা।’ দিলীপ ঘোষ এর সাথে যোগ করেছেন, ‘তৃণমূলের গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। ওরা প্রত্যেকে জেলে যাবে। নেতা-মন্ত্রীরা কেউ বাদ যাবে না। এরপর মন্ত্রিসভা বা দলের কোনও মিটিং করতে মমতাকে জেলে যেতে হবে। কারণ, কেউই আর বাইরে থাকবে না।’
রাজ্যের সিবিআই তদন্ত নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘আগে প্রতিটা ইস্যুতে সিবিআই তদন্তের দাবি করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কেন এখন আপত্তি জানাচ্ছেন।’ আগামী দিনে গরুপাচার কান্ডে নতুন কোন মুখ যোগ হয় কি না সেদিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।
গতকাল রাত আড়াইটে নাগাদ নিজাম প্যালেসে প্রবেশ করেন অনুব্রত। গাড়িতেই নাকি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। আসানসোলে সিবিআই এর বিশেষ আদালত অনুব্রতকে দশ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। সেই সাথে আজ থেকেই শুরু হয়ে যাবে অনুব্রত মন্ডলকে ম্যারাথন জেরা।
আজ সকাল ১১টা থেকেই জেরা শুরু হওয়ার কথা রয়েছে। অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করে একাধিক নতুন মুখের নাম জানতে তৎপর সিবিআই। এর সাথে সাথে নেতার শারীরিক অসুস্থতার দিকটিও খেয়াল রাখতে হচ্ছে। জানা গেছে তার স্বাস্থ্য পরীক্ষাও করানো হবে।