রাজ্য থেকে অলক্ষীকে বিদায় করার ব্রত নিয়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন টলিউডের দাপুটে অভিনেতা হিরো হিরণ। তারপর থেকে ক্রমশই সক্রিয় হয়েছেন রাজনীতিতে। তৃণমূলে থাকাকালীন এতটা সক্রিয় রাজনীতিতে অংশ নিতে খুব একটা দেখা যায়নি তাকে।
আজ মগরাহাট পূর্ব তে শেষ প্রচারের মাঝে…@BJP4Bengal pic.twitter.com/cH4DxNDuwQ
— Hiraan (@hiran_chatterji) April 4, 2021
খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট পাওয়ার পর আরো উদ্দমের সাথে রাজনীতি করছেন নায়ক। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগড়ে দিচ্ছেন রাজ্যের শাসক দল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
চাঞ্চল্যকর! এই ভিডিও থেকে পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা।
Shocking! THIS exposes the true face of CM @MamataOfficial!@AITCofficial's Dist Prez for South 24 Pgs (and Rajya Sabha MP) @SubhasishMP Chakraborty says that "Hindus cannot be allowed to vote"! pic.twitter.com/sCvIpNTYmh
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 5, 2021
সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে প্রচারে বেড়িয়ে তাকে নিজের ‘বিগ ব্রাদার’ বাংলার ভূমিপুত্র বলে সম্বোধন করলেন হিরণ। এর আগেও বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে প্রচার করতে দেখা গেছে তাকে। আসন্ন নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে জয় আনতে পারবেন কি না সেদিকে তাকিয়ে রয়েছে গেরুয়া শিবির।
A rally with our own big brother and son of Bengal Shri @DilipGhoshBJP ji always encourages and inspire 🙏🙏🙏 @BJP4Bengal pic.twitter.com/7ogkMI1qRg
— Hiraan (@hiran_chatterji) April 5, 2021