গত কয়েকদিন ধরে করোনার বাড়বাড়ন্তে বাড়িতেই ছিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। তার পরেও করোনায় আক্রান্ত হলেন তিনি।মৃদু উপসর্গ থাকায় চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।টুইট করে তিনি এই দুঃসংবাদ জানিয়েছেন।অভিনেত্রী সকলকে আবেদন করেছেন,মাস্ক পড়ুন,সুস্থ থাকুন।অপরদিকে সাংসদ অভিনেতা দেব ও এদিন সকালে আরটিপিসিআর টেস্ট করিয়েছিলেন।সন্ধ্যায় তার রিপোর্ট ও পজিটিভ এসেছে।
— Mimssi (@mimichakraborty) January 5, 2022
ট্যুইটে মিমি লিখেছেন,গত কয়েকদিন ধরে তিনি কোথাও যাননি,বাড়িতেই ছিলেন।তবে তারপরেও মৃদু উপসর্গ থাকায় কোভিড টেস্ট করান তিনি।বুধবার সন্ধ্যা তে তার কোভিড রিপোর্ট পজিটভ আসে।এরপরই চিকিৎসকের পরামর্শ নেন তিনি।এবং সেই মতো বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী।
বুধবার টলি পাড়ার অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।ভাইরাসের থাবা ক্রমশ চওড়া হওয়ায় এদিন সকালে আরটিপিসিআর টেস্ট করান সাংসদ অভিনেতা দেব।সন্ধ্যাবেলা তিনি টুইট করে জানান তার রিপোর্ট পজিটিভ এসেছে।তার কোনো প্রকার উপসর্গ নেই বলেই জানিয়েছেন তিনি।দেবের সাথে কোভিড আক্রান্ত হয়েছেন তার সঙ্গীনি অভিনেত্রী রুক্মিনী মৈত্রও।
Thanku for the Concern ..
Got the results
Yes I am Positive with almost No SymptomsRight now in a Home Isolation 🙏🏻
— Dev (@idevadhikari) January 5, 2022