ভুল করে ভারতের মিসাইল পাকিস্তানে নিক্ষেপ হওয়ায় পাকিস্তানকে উস্কানি দিচ্ছে চিন!


দিন কয়েক আগে ভারতের একটি ক্ষেপণাস্ত্র ভুলবশত নিক্ষেপ হয়েছিল পাকিস্তানের মাটিতে। যদিও হতাহতের কোন খবর নেই এবং জনবহুল এলাকা থেকে দূরে এই মিসাইল নিক্ষেপ হওয়ায় কোন ক্ষতিও হয়নি তবু এই বিষয়টিকে বড় করে দেখছে ভারত। কেন এমন ভুল হবে? সেটাই বড় প্রশ্ন।

- Advertisement -

এই গোটা ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ভারত এবং বলা হয়েছে কারোর দোষ প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু এটুকুতে ক্ষান্ত থাকতে নারাজ পাকিস্তান। তারা দ্বিপাক্ষিক তদন্ত চায় গোটা ঘটনার।

তবে পাকিস্তানকে এই ক্ষেত্রে উসকানি দিচ্ছে চিন। ভারতের সাথে পাকিস্তান এবং চিনের সম্পর্ক আদায় কাঁচকলায় আর পাকিস্তানের সাথে চিনের সম্পর্ক খুবই ভালো ফলে, এই ঘটনাকে শিখন্ডি করে ভারতকে চাপে রাখার চেষ্টা করছে চিন তা সহজেই বোঝা যাচ্ছে। পাকিস্তান ভারতের ওপর আস্থা রাখতে চাইছেনা।

অন্যদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জাও লিজান বলেছেন, ‘চিন এই দুই দেশকেই একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দিচ্ছে। আগামীতে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা জরুরি। তাতে ভুল বোঝাবুঝি দূর হবে।’

গোটা ঘটনা নিয়ে ইমরান খানের বক্তব্য, মিলান চান্নু তে ভারতীয় মিসাইল আছড়ে পড়েছে। পাকিস্তানও প্রত্যুত্তর দিতে পারত। কিন্তু, আমরা সংযম বজায় রাখতে চাই।’ মুখে সংযমের কথা বললেও আসলে পাকিস্তান কতটা সংযম রাখতে পারবে সেটাই বড় প্রশ্ন।

গোটা ঘটনা নিয়ে ভারতের তরফে বিবৃতি পেশ করে বলা হয়েছে, ‘রুটিন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। তখনই ভুলবশত একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ হয়ে যায়। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করে দেখা হচ্ছে। ভারত সরকারের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

আরোও পড়ুন :